Steve Smith

বল বিকৃতির অভিযোগ মানলেন না স্মিথ

ইংল্যান্ডের কাছে সিরিজ হারের দিনই বল বিকৃতির অভিযোগ উঠে যায় অজি অধিনায়ক স্টিভ স্মিথের বিরুদ্ধে।স্মিথের বিরুদ্ধে অভিযোগ লিপবাম বলে লাগিয়ে তা বিকৃতি করার চেষ্টা করেছেন অজি অধিনায়ক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৮ ২৩:১৯
Share:

অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ছবি: এএফপি।

অ্যাসেজ হারের বদলা হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’ম্যাচ বাকি থাকতেই ওডিআই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। প্রথম ওডিআইতে ৫ উইকেটে এবং দ্বিতীয় ওডিআইতে ৪ উইকেটে হারের পর রবিবার ১৬ রানে অজি বাহিনীকে হারিয়ে দেয় ইংল্যান্ড।

Advertisement

তবে, ইংল্যান্ডের কাছে সিরিজ হারের দিনই বল বিকৃতির অভিযোগ উঠে যায় অজি অধিনায়ক স্টিভ স্মিথের বিরুদ্ধে।স্মিথের বিরুদ্ধে অভিযোগ লিপবাম বলে লাগিয়ে তা বিকৃতি করার চেষ্টা করেছেন অজি অধিনায়ক।

তবে, নিজের বিরুদ্ধে ওঠা সেই অভিযোগ স্পষ্টই নাকচ করে দিয়েছেন স্মিথ। সেই ভিডিও দেখে হাসতে হাসতে স্মিথ বলেন, “আপনারা আমার ঠোঁটের দিকে তাকালেই বুঝতে পারবেন আমার ঠোঁট শুকনো ছিল। আমি শুধু লালা দিয়ে বলটাকে চকচকে করার চেষ্টা করছিলাম। আর লোকে লিপ বামের কথা বলছে!”

Advertisement

আইপিএল ফাইনাল মুম্বইয়ে

উড়ন্ত রান আউট করে জন্টিকে মনে করালেন বিনয়

আরও পড়ুন আইপিএল ফাইনাল মুম্বইয়ে আরও পড়ুন উড়ন্ত রান আউট করে জন্টিকে মনে করালেন বিনয় '

আরও পড়ুন আইপিএল ফাইনাল মুম্বইয়ে আরও পড়ুন উড়ন্ত রান আউট করে জন্টিকে মনে করালেন বিনয়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement