হতাশা গোপন করছেন না স্মিথ

প্যাট কামিন্স, কেন রিচার্ডসন, নেথান কুল্টারনাইল-রা ভাল বল করার পরেও কেন ম্যাচ জেতা গেল না তা জানতে চাইলে স্টিভ ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই সামনে এনেছেন এ দিন। যেখানে নিজেকেও বাদ দেননি তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৪১
Share:

ছবি: পিটিআই।

শততম এক দিনের ম্যাচে নিজে রান পেলেও শেষ পর্যন্ত হারতে হওয়ায় হতাশ অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তা গোপনও করেননি স্মিথ।

Advertisement

তাঁর কথায়, ‘‘আড়াইশোর আশেপাশে ভারতীয় ইনিংসকে ধরে রেখেছিলাম আমরা। তখন আশা করা গিয়েছিল দিনটা আমাদের হতে পারে। ধরে নিয়েছিলাম বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্স আমাদের কাজে লাগবে। কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় খারাপ তো লাগবেই।’’

কিন্তু প্যাট কামিন্স, কেন রিচার্ডসন, নেথান কুল্টারনাইল-রা ভাল বল করার পরেও কেন ম্যাচ জেতা গেল না তা জানতে চাইলে স্টিভ ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই সামনে এনেছেন এ দিন। যেখানে নিজেকেও বাদ দেননি তিনি। স্মিথ বলেন, ‘‘চাপের মুখে সুক্ষ্ম সুক্ষ্ম কিছু ভুল করেছে ব্যাটসম্যানরা। যা ইদানিং অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে। ফলে চড়া মাশুল দিতে হচ্ছে টিমকে। এটা বন্ধ করতেই হবে আমাদের। বিশেষ কারও দিকে আঙুল না তুললেও এটা বন্ধ করতেই হবে। তবে স্টয়নিস বেশ ভালই ব্যাট করল ইডেনে।’’

Advertisement

তবে একই সঙ্গে কুলদীপ, ভুবনেশ্বরদের প্রশংসা করেন স্মিথ। বলেন, ‘‘ভারতীয় বোলিং আজ সব বিভাগেই ভাল করেছে। চাপের মুখে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমাদের আরও ধারাবাহিক হতে হবে। টেল এন্ডাররা চাপের মুখে ভুল করে ফেলল।’’

যদিও ভারতীয় রিস্ট স্পিনারদের সামনে এ দিনও অস্ট্রেলিয়ার ভরাডুবি হয়েছে তা মানতে চাননি স্মিথ। বলেন, ‘‘শুরুতে উইকেট চলে গেলেও, ট্র্যাভিসের সঙ্গে জুটিটা ভালই কাজ করছিল। কিন্তু টেল এন্ডাররা শেষের দিকের কয়েকটা ওভারে চাপের মুখে পড়ে গিয়েই সমস্যাটা হয়েছে।’’

কী ভাবে এই সমস্যা সামলানো যাবে তা জানতে চাওয়া হলে স্মিথ বলেন, ‘‘চাপের মুখে পড়লে ঠিক সিদ্ধান্ত নিতে হবে আমাদের। এখনও পর্যন্ত যা হচ্ছে তা ঠিকঠাক নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন