Sports News

কলকাতার মাটিতে ওয়ান ডে ম্যাচের সেঞ্চুরির পথে স্মিথ

স্মিথের সব থেকে ভাললাগা ইনিংস ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালের ভারতের বিরুদ্ধে। ৯৩ বলে ১০৫ রানের ইনিংস খেলেছিলেন স্মিথ। অত বড় মঞ্চে সেঞ্চুরি করে দলকে জেতানোটাই ছিল বড় প্রাপ্তি তাঁর জন্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৩৯
Share:

অস্ট্রেলিয়া অদিনায়ক স্টিভ স্মিথ। ছবি: পিটিআই।

কলকাতার মাটিতে নিজের ১০০তম ম্যাচটি খেলতে চলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় ম্যাচ কলকাতায় বৃহস্পতিবার। আর সেটিই হতে চলেছে স্মিথের ১০০তম একদিনের ম্যাচ। আর সেই ম্যাচেই ঘুরে দাঁড়াতে চাইছে টিম অস্ট্রেলিয়া। স্মিথের সেঞ্চুরির ম্যাচে জয় উপহার দিতে চাইছে অস্ট্রেলিয়া দলের বাকিরা। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে সেই জার্নির কথাই জানালেন স্মিথ। তিনি বলেন, ‘‘আমি যখন প্রথম ওয়ান ডে খেলতে শুরু করেছিলাম তখন প্রথম ৩০টি ম্যাচে আমি অনেকবেশি বোলারের ভূমিকায় খেলেছি। তার পর থেকে অনেক পরিবর্তন হয়েছে। এখন আমি তিন নম্বরে ব্যাট করি।’’

Advertisement

আরও পড়ুন

২০২৩ বিশ্বকাপেও খেলবে ধোনি: মাইকেল ক্লার্ক

Advertisement

ম্যাচের সকালে আশার আলো

অতীত যাই হোক না কেন এই ম্যাচের জন্য সঠিক টেম্পোর খোঁজে স্মিথ। তিনি বলেন, ‘‘আমাকে এই ম্যাচের জন্য সঠিক মানসিকতা তৈরি করতে হবে। সে বাউন্ডারি হাঁকানো হোক বা সঠিক বলের অপেক্ষা করা হোক। তোমার খেলার মধ্যে দিয়েই তুমি শিখবে। আগামী কাল আমি আমার ১০০তম ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি।’’ কিন্তু স্মিথের সব থেকে ভাললাগা ইনিংস ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালের ভারতের বিরুদ্ধে। তিনি বলেন, ‘‘আমার মতে আমার সব থেকে মনে রাখার মতো ইনিংস এসসিজিতে ভারতের বিরুদ্ধে ২০১৫ বিশ্বকাপ সেমিফাইনালে আমার সেঞ্চুরি।’’

৯৩ বলে ১০৫ রানের ইনিংস খেলেছিলেন স্মিথ। অত বড় মঞ্চে সেঞ্চুরি করে দলকে জেতানোটাই ছিল বড় প্রাপ্তি তাঁর জন্য। শুরুর দিকে পর পর উইকেট হারিয়ে তখন সমস্যায় অস্ট্রেলিয়া যখন অ্যারন ফিঞ্চের সঙ্গে জুটি বেঁধে বড় রান তুলেছিলেন স্মিথ। স্মিথ বলনে, ‘‘আমার মনে হয় সব সময়ই শিখতে হয় আমাদের। পরিস্থিতির সঙ্গে মানিয়ে সব সময় নিজের উন্নতি করে যেতে হয়। আত্মতুষ্ট হওয়া চলবে না। সব সময় সেরা হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা ঠিক এতদিনে অনেক কিছু শিখেছি কিন্তু আরও অনেক কিছু শেখার রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন