Virat Kohli

‘ব্র্যাডম্যানের গড় ছাড়া সব রেকর্ড ভেঙে দেবে কোহালি’

২৯ বছর বয়সী কোহালি ২০১৬ সালের জানুয়ারি থেকে ধরলে এখনও পর্যন্ত ৭,৮২৪ রান করে ফেলেছেন। প্রায় প্রতিদিনই নিত্য-নতুন রেকর্ড করছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৮ ১৮:২৪
Share:

বিরাটের প্রশংসায় উচ্ছ্বসিত স্টিভ ওয়া।

বিরাট কোহালিতে মজেছে ক্রিকেটমহল। এ বার সেই সুরে গলা মেলালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়াও। একমাত্র স্যার ডন ব্র্যাডম্যানের টেস্ট গড় ছাড়া সব রেকর্ড কোহালির ব্যাটে ভেঙে যাবে বলে মনে করছেন তিনি।

Advertisement

স্টিভ বলেছেন, “বিরাটের খিদে আছে, প্যাশন আছে, ইচ্ছে আছে। ও ভালবাসে ক্রিকেট খেলতে। যদি না বড়সড় কোনও চোট পায়, তবে আমি নিশ্চিত যে একমাত্র ব্র্যাডম্যানের গড় ছাড়া ও সব রেকর্ড ভেঙে দেবে।” ব্র্যাডম্যানের টেস্ট গড় ৯৯.৯৪। যা সব ব্যাটসম্যানেরই কার্যত ধরাছোঁয়ার বাইরে।

২৯ বছর বয়সী কোহালি ২০১৬ সালের জানুয়ারি থেকে ধরলে এখনও পর্যন্ত ৭,৮২৪ রান করে ফেলেছেন। যা সবচেয়ে বেশি। তালিকায় দুইয়ে রয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট (৬,৩৭১ রান)। একদিনের ক্রিকেটে কোহালির মোট সেঞ্চুরি ৩৮। তার মধ্যে ২৮টিই এসেছে গত দুই বছরে। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ভারতের রোহিত শর্মা, দু’জনেই এই সময়ে করেছেন ১৬ সেঞ্চুরি।

Advertisement

আরও পড়ুন: প্রীতিরাই তাঁকে ছেঁটে ফেললেন! তেমনই বলছেন সহবাগ​

আরও পড়ুন: মালিঙ্গার বদলে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং মেন্টর হচ্ছেন জাহির​

গত দুই বছরে কোহালি রান করেছেন ৭৫.২৩ গড়ে। তাঁর পরের গড় অস্ট্রেলিয়ার নির্বাসিত অধিনায়ক স্টিভ স্মিথের (৫৩.৪১)। সদ্য একদিনের ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রান করেছেন কোহালি। তিনি নিয়েছেন ২০৫ ইনিংস। সচিন তেন্ডুলকর নিয়েছিলেন ২৫৯ ইনিংস।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন