Steven Finn

অ্যাসেজ থেকে ছিটকে গেলেন ফিন

অ্যাসেজ শুরু আগেই বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড। হাঁটুর চোটে ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের পেসার স্টিভেন ফিন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ২২:৫৯
Share:

স্টিভেন ফিন। ছবি: সংগৃহীত।

অ্যাসেজ শুরু আগেই বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড। হাঁটুর চোটে ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের পেসার স্টিভেন ফিন। পারথে প্রথম দিনের অনুশীলনে ব্যাট করতে গিয়ে চোট পান ফিন। চোটের জন্য কয়েক দিন আগে ইঞ্জেকশন দেওয়া হলেও বিশেষ কিছু লাভ হয়নি।

Advertisement

ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর আগামী ৪৮ ঘন্টার মধ্যেই দেশে ফিরি আসবে ফিন। ইংল্যান্ডে স্পেশালিস্ট চিকিৎসককে দেখিয়ে চোটের জায়গায় অস্ত্রোপচার করা হবে কি না, সেই বিষয় সিদ্ধান্ত নেবেন তিনি।

আরও পড়ুন: সিনিয়র ন্যাশনালের ফাইনালে শ্রীকান্ত-প্রণয়, সাইনা-সিন্ধু

Advertisement

আরও পড়ুন: এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে মেরি কম

তবে ফিন চোট পেলেও এখনও ফিনের পরিবর্ত হিসাবে কোনও নাম ঘোষণা করেনি ইংল্যান্ড। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, ফিনের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন টম কুরান।

কয়েক দিনের মধ্যেই ফিনের স্টিভেন ফিনের পরিবর্তে কে সুযোগ পাচ্ছে সেই বিষয় জানানো হবে ইংল্যান্ডের পক্ষ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement