World Para Athletics Championships

স্টেডিয়ামে ৩০ মিনিট তাণ্ডব কুকুরের, দুই বিদেশি কোচ-সহ কামড় তিন জনকে, আতঙ্ক বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে

বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মধ্যে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঁচ বার কুকুর ঢোকার ঘটনা ঘটল। এ বার দুই বিদেশি কোচ আক্রান্ত। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১২:২৮
Share:

জওহরলাল নেহরু স্টেডিয়ামের ভিতরে কুকুর। ছবি: এক্স।

দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। স্টেডিয়ামের মধ্যেই আক্রান্ত হলেন একাধিক বিদেশি কোচ। আক্রমণকারী একটি পথকুকুর। স্টেডিয়ামে ঢুকে ৩০ মিনিট ধরে তাণ্ডব চালায় সে।

Advertisement

জওহরলাল নেহরু স্টেডিয়ামের মধ্যে কুকুর ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। এ বার আন্তর্জাতিক মহলের সামনে ভারতের অস্বস্তি বাড়াল একটি কুকুর। অনুশীলনের সময় কুকুরের কামড় খেতে হল দুই বিদেশি কোচকে। জাপান দলের অন্যতম কোচ মেইকো ওকুমাৎসু এবং কেনিয়ার স্প্রিন্ট কোচ ডেনিস মারাগিয়া মাওয়ানজ়োকে তাড়া করে একটি কুকুর। তাঁদের দু’জনকেই কামড়ে দেয় কুকুরটি। শুধু তা-ই নয় স্টেডিয়ামের প্রবেশপথের দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মীকেও কামড়ে দিয়েছে কুকুরটি। ৩০ মিনিটে পর পর তিন জনকে কামড়ানোয় আতঙ্ক তৈরি হয় বিভিন্ন দেশের অ্যাথলিটদের মধ্যে। এক কর্তা বলেছেন, ‘‘৩০ মিনিটের মধ্যে তিন জনকে কামড়েছে কুকুরটি। আক্রান্তদের দু’জন দুই দেশের কোচ। আমাদের এক জন নিরাপত্তাকর্মীকেও কামড়েছে কুকুরটি। বিষয়টি উদ্বেগজনক। স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থা আরও বৃদ্ধি করা হচ্ছে। স্টেডিয়ামে যাতে কুকুর ঢুকতে না পারে, তা নিশ্চিত করা প্রয়োজন।’’

বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ চলার মধ্যে এই নিয়ে পাঁচ বার কুকুর ঢুকে পড়ল স্টেডিয়ামের মধ্যে। এর আগে নিরাপত্তাকর্মী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় কর্তারা আক্রান্ত হয়েছেন। বিদেশি কারও আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম ঘটল। স্বভাবতই আন্তর্জাতিক মহলের সামনে অস্বস্তিতে আয়োজকেরা।

Advertisement

আগের ঘটনাগুলি প্রকাশ করা হয়নি আয়োজকদের পক্ষ থেকে। এ বার বিদেশি কোচেরা আক্রান্ত হওয়ায় আর বিষয়টি গোপন করা সম্ভব হয়নি। স্টেডিয়ামের ভিতরে থাকা সাইয়ের চিকিৎসাকেন্দ্রে অবশ্য আগে থেকেই প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে। স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ গোপন করেনি বিদেশি দলগুলিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement