2007 T20 World Cup

যুবরাজের কাছে ছয় ছক্কা খেয়ে কী হাল হয়েছিল ব্রডের, জানালেন সেই দলের ক্রিকেটার

ওই ঘটনার আগেই অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ঝামেলা হয়েছিল যুবরাজের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪৩
Share:

যুবরাজের ওই ইনিংস এখনও বিশ্বরেকর্ড। ফাইল ছবি

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ অনেক কারণে ঘটনাবহুল ছিল। তার মধ্যে অন্যতম স্টুয়ার্ট ব্রডকে মারা যুবরাজ সিংহের ছ’বলে ছয় ছক্কা। ওই ঘটনার আগেই অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ঝামেলা হয়েছিল যুবরাজের। তারই আক্রোশ গিয়ে পড়ে ব্রডের উপর।

Advertisement

ডারবানের সেই ম্যাচে যুবরাজের ছ’বলে ছয় ছক্কা ভারতকে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। পাশাপাশি সেই ম্যাচে যুবরাজের করা ১২ বলে অর্ধশতরান এখনও বিশ্বরেকর্ড। ইংল্যান্ডের সেই দলে ছিলেন জেরেমি স্নেপ। তিনি জানিয়েছেন, ওই ঘটনার পর হতবাক হয়ে গিয়েছিলেন ব্রড। ভেঙে পড়েছিলেন পুরোপুরি।

স্নেপের কথায়, “যে ঘটনা সেদিন ডারবানে ঘটছিল তা ব্রড বিশ্বাসই করতে পারছিল না। ভেঙে পড়েছিল। কিন্তু ও শক্ত মানসিকতার ছেলে। এরপর বোলিং নিয়ে প্রচুর পরিশ্রম করেছিল। সেই কারণেই পরে এক সময় বিশ্বের অন্যতম সেরা বোলার হয়ে উঠেছে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন