FC Bayern Munich

শুভর বায়ার্ন মিউনিখের সঙ্গে অনুশীলনে বাধ সাধল করোনা

বৃহস্পতিবার শুভর জন্য বরাদ্দ ১৪ নম্বর জার্সিও প্রকাশ করা হয় বায়ার্নের পক্ষ থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১৬:৪৫
Share:

শুভ পাল টুইটার

করোনার কারণে এখনই মেক্সিকোতে বায়ার্ন মিউনিখ দলে অনুশীলন করার সুযোগ পারে না বাংলার শুভ পাল। তবে তার সঙ্গে যোগাযোগ রাখবেন বায়ার্ন মিউনিখ বিশ্ব একাদশের দুই কোচ ক্লাউস অগেনথালার ও ক্রিস্টোফার লচ। সুদেভা এফসি আয়োজিত সাংবাদিক সম্মেলনে ক্লাউস বলেন, ‘‘আমরা ওর ভিডিয়ো দেখেছি তবে সামনাসামনি ওর সঙ্গে পরিচয় করতে চাই। কোভিডের কারণে এখনই ওকে মেক্সিকো পাঠানো যাচ্ছে না। ওর সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখব। আশা করি অগস্টে যখন আমরা বিভিন্ন দলের বিরুদ্ধে খেলব, তখন ওকে ১৪ নম্বর জার্সি পরে খেলতে দেখতে পারব। তবে সবটাই নির্ভর করছে কোভিড পরিস্থিতির ওপর। পরিস্থিতির উন্নতি না হলে আগামী বছর সুযোগ পেতে পারে ও।’’

Advertisement

বৃহস্পতিবার শুভর জন্য বরাদ্দ ১৪ নম্বর জার্সিও প্রকাশ করা হয় বায়ার্নের পক্ষ থেকে। নিজের সেই জার্সি দেখে দারুণ খুশি সালকিয়ার শুভ। তবে তাকে সাবধান করে ক্রিস্টোফার লচ বলেন, ‘‘ভারতে তুমি এখন বিখ্যাত। তবে চাপ নিও না। অনুশীলনে মন দাও। চোট মুক্ত থাকার চেষ্টা কর। একজন পেশাদার ফুটবলার হয়ে ওঠা অনেক কঠিন। আশা করব খুব দ্রুত তোমার সাথে দেখা হবে। এবছর যদি না হয় সামনের বছরও তোমার কাছে সুযোগ থাকবে।’’

আই লিগ চলাকালীন বায়ার্নের বিশ্ব একাদশে সুযোগ পাওয়ার খবর পেয়ে চমকে গিয়েছিল শুভ। সে বলে, ‘‘আমি ভাবতেই পারিনি এতবড় সুযোগ আমার সামনে এসে যাবে। আর পাঁচটা সাধারণ ফুটবলারের মত আই লিগ খেলার লক্ষ্য নিয়ে সুদেভায় এসেছিলাম। এরপর খেলতে খেলতে এই সুযোগ আসে। দলের সকলকে ডেকে আমায় এই খবর দেওয়া হয়। আমি খুব খুশি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন