জাতীয় দল থেকে বাদ সুব্রত, নেই সুনীলও

টানা এগারো বছর রেকর্ড সংখ্যক ৬৬টি ম্যাচ খেলেছেন ভারতীয় ফুটবলের ‘স্পাইডারম্যান’ সুব্রত। দেশের কোনও গোলকিপার যা খেলেননি। নেহরু কাপ, সাফ কাপ-সহ অনেক ট্রফি জিতেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০১৮ ০৫:০৮
Share:

—ফাইল চিত্র।

জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হল দেশের অন্যতম সেরা গোলকিপার সুব্রত পাল-কে। দিল্লির ফুটবল হাউসের যা খবর তাতে দেশের জার্সিতে সোদপুরের মিষ্টুর আর ফেরার সম্ভাবনা নেই।

Advertisement

টানা এগারো বছর রেকর্ড সংখ্যক ৬৬টি ম্যাচ খেলেছেন ভারতীয় ফুটবলের ‘স্পাইডারম্যান’ সুব্রত। দেশের কোনও গোলকিপার যা খেলেননি। নেহরু কাপ, সাফ কাপ-সহ অনেক ট্রফি জিতেছেন। এ বছরও ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুরের হয়ে যথেষ্ট দক্ষতার সঙ্গে খেলছেন। পঞ্চম স্থানে শেষ করেছে টাটার দল। তবুও কেন তাঁকে বাদ দিয়ে দিল্লি ডায়ানোমেসের গোলকিপার রেহনেশ টি পি-কে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আই এস এলে দিল্লি এ বার শুধু জঘন্য-ই খেলেনি, হজম করেছে দশ দলের মধ্যে সর্বাধিক ৩৭ গোল। সেই দলের গোলকিপার স্টিভন কনস্ট্যান্টাইনের ৩২ জনের দলে ঢুকে পড়েছেন।

এ এফ সি এশিয়ান কাপে ভারতের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ ২৭ মার্চ। কিরঘিজস্থানের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই টুনার্মেন্টের পরের পর্বে চলে গিয়েছে ভারত। ফলে কিরঘিজদের মাঠে জেজে লালপেখলুয়াদের শুধুই র‌্যাঙ্কিং বাড়ানোর ম্যাচ এটি। তাই সুব্রত ছাড়া পুরনো দলের কাউকে বাদ দেননি স্টিভন। তবে দলে নেই অধিনায়ক সুনীল ছেত্রী। কার্ড সমস্যায় খেলতে পারবেন না তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন