Sunil Chetri renew his contract with mumbai city

আইএসএল-এ মুম্বই সিটির হয়েই খেলবেন সুনীল ছেত্রী

গত মরসুমেও খেলেছিলেন মুম্বইয়ের হয়ে। এ বারও থেকে গেলেন সেখানেই। মুম্বই সিটি এফসির হয়েই খেলবেন সুনীল ছেত্রী। ২০১৬ ইন্ডিয়ান সুপার লিগ শুরু হচ্ছে ৯ অক্টোবর থেকে। তার আগে সব দলই নিজেদেরকে গুছিয়ে নিয়ে পৌঁছে গিয়েছে বিদেশের শিবিরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৭
Share:

গত মরসুমেও খেলেছিলেন মুম্বইয়ের হয়ে। এ বারও থেকে গেলেন সেখানেই। মুম্বই সিটি এফসি হয়েই খেলবেন সুনীল ছেত্রী। ২০১৬ ইন্ডিয়ান সুপার লিগ শুরু হচ্ছে ৯ অক্টোবর থেকে। তার আগে সব দলই নিজেদেরকে গুছিয়ে নিয়ে পৌঁছে গিয়েছে বিদেশের শিবিরে। মুম্বই ইন্ডিয়ান্স সুনীলকে নিশ্চিত করে শেষ কাজটি সেরে ফেলল এই মরশুমের জন্য। জাতীয় দলের হয়ে সর্বোচ্ছ গোল (৫১) করা সুনীল তিন মরসুম ধরে সাফল্যের সঙ্গে খেলছেন বেঙ্গালুরু এফসির হয়ে।

Advertisement

ক্লাব ফুটবল অবশ্য শুরু করেছিলেন মোহনবাগানের হয়ে। তিনিই প্রথম ভারতীয় যিনি কানসাস সিটি উইজার্ডের হয়ে প্রথম মেজর লিগ সকার খেলেছিলেন। এর পর স্পোর্টিং ক্লাব দি পর্তুগালের বি দলের হয়েও খেলেছিলেন। এছাড়া আই লিগ খেলেছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, ডেম্পো ও বেঙ্গালুরু এফসির হয়ে। গত মরসুমে মুম্বইয়ের হয়ে দ্বিতীয় ম্যাচেই জোড়া গোল করে দলকে প্রথম জয় এনে দিয়েছিলেন। নর্থ-ইস্টের বিরুদ্ধে হ্যাটট্রিকসহ সুনীলের রয়েছে সাত গোল। এ বারও নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি। বলেন, ‘‘এই মরসুমেও মুম্বইয়ে খেলতে পেরে আমি আপ্লুত। দারুণ ক্লাব ও সমর্থক। রনবীর, মি। পারেখ, ইন্দ্রনীলসহ পুরো দলের সঙ্গে থাকতে পারাটাই দারুণ। আমি মুম্বইয়ের হয়ে সেরাটা দেব। আশা করি এবার আরও ভাল ফুটবল দেখবে সমর্থকরা।’’

দলের মালিক রনবীর কাপুরও সুনীলকে পেয়ে খুশি। বলেন, ‘‘সুনীলকে পেয়ে আমি উচ্ছ্বসিত। ওর ফুটবল কোয়ালিটি ও দলকে উদ্বুদ্ধ করার ক্ষমতা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওর নিজের কাজের প্রতি একাগ্রতা অসাধারণ। যেটা ড্রেসিংরুমকে অনুপ্রানিত করে। আমার বিশ্বাস ফ্যানদের দল নিয়ে গর্ব করার ও আনন্দ করার অনেক মুহূর্ত দেবে সুনীল।’’

Advertisement

আরও খবর

কাল বড় ম্যাচ খেলছে না মোহনবাগান, ওয়াকওভার পাচ্ছে ইস্টবেঙ্গল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন