আজ সুনীল বনাম সুব্রত দ্বৈরথ ঘিরে উন্মাদনা

সুনীলদের কোচ বলছেন, ‘‘গোয়ার সঙ্গে আমরা শেষ ম্যাচ ড্র করেছি। আমরা এখনও জিতিনি। কিন্তু ছেলেরা যে ভাবে খেলছে, তাতে আমি খুশি। আমাদের দল প্রথম ম্যাচ জেতার জন্য নিজেদের তৈরি করেই নামছে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৯ ০৪:১৬
Share:

সুনীল ছেত্রী ও সুব্রত পাল। —ফাইল চিত্র

সুনীল ছেত্রী বনাম সুব্রত পাল। ভারতীয় দলের জার্সিতে দীর্ঘদিন একসঙ্গে খেলা দুই সতীর্থের দ্বৈরথ।

Advertisement

দুই স্পেনীয় কোচের লড়াই। বেঙ্গালুরুর কার্লোস কুদ্রাত বনাম জামশেদপুরের আন্তোনিয়ো ইরিয়োন্দোর। জেআরডি টাটা স্টেডিয়ামে ম্যাচ খেলতে নামার আগে ফুটবলারদের মতোই ইরিয়ান্দো সতর্ক, ‘‘গতবারের চ্যাম্পিয়নদের সঙ্গে খেলতে নামছি। এটা একটা বড় পরীক্ষা। কেউ যদি পয়েন্ট টেবলের দিকে চোখ রেখে বেঙ্গালুরুকে দেখে, তবে সেটা ভুল হবে। আমাদের দল এখন ছন্দে আছে। আমি তাই ম্যাচটা জেতার ব্যাপারে আশাবাদী।’’

সুনীলদের কোচ বলছেন, ‘‘গোয়ার সঙ্গে আমরা শেষ ম্যাচ ড্র করেছি। আমরা এখনও জিতিনি। কিন্তু ছেলেরা যে ভাবে খেলছে, তাতে আমি খুশি। আমাদের দল প্রথম ম্যাচ জেতার জন্য নিজেদের তৈরি করেই নামছে।’’ জামশেদপুরের হয়ে দু’ম্যাচে দু’গোল করেছেন স্পেনীয় স্ট্রাইকার সের্খিয়ো ক্যাসেল। তিনি বলেছেন, ‘‘গোল পেলাম কি না সেটা বড় কথা নয়। জেতাটাই আসল।’’ আতলেতিকো মাদ্রিদের ‘বি’ দল থেকে লোনে এসেছেন সের্জিও। তাঁর পাশে মানিয়ে নিয়েছেন ফারুক চৌধরী, অনিকেত যাদবরা। ইরিয়ান্দো ইঙ্গিত দিয়েছেন মাঝমাঠের দখল নিয়ে ম্যাচ জিততে চান। অন্য দিকে কার্লেস উইং ব্যবহার করে বাইরের মাঠে জয় নিয়ে

Advertisement

ফিরতে চান।

রবিবার আইএসএলে: জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসি (সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস টু চ্যানেলে)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন