AIFF

ফের ধাক্কা খেলেন প্রফুল্ল, অবৈধ ছিল নির্বাচন, জানিয়ে দিল সুপ্রিম কোর্টও

ফের এক বার মুখ থুবড়ে পড়লেন সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন(এআইএফএফ)-এর সদ্য বহিস্কৃত সভাপতি প্রফুল্ল পটেল। এআইএফএফ নিয়ে দিল্লি হাইকোর্টের রায়কেই বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ১৬:৫৩
Share:

প্রফুল্ল পটেল। ছবি: সংগৃহীত।

ফের এক বার মুখ থুবড়ে পড়লেন সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন(এআইএফএফ)-এর সদ্য বহিস্কৃত সভাপতি প্রফুল্ল পটেল। এআইএফএফ নিয়ে দিল্লি হাইকোর্টের রায়কেই বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত।

Advertisement

নিয়ম মেনে নির্বাচন না হওয়ার জন্য কয়েক দিন আগেই সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদ থেকে প্রফুল্ল পটেলকে অপসারিত করে দিল্লি হাইকোর্ট। ভেঙে দেওয়া হয় কর্মসমিতিও। সঙ্গে পাঁচ মাসের মধ্যে নতুন করে নির্বাচন করানোর নির্দেশও দেওয়া হয় ফেডারেশনকে।নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত আইএফএফ-এর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশির হাতে।

আরও পড়ুন: ‘মুখ বন্ধ রাখুন! ধোনি পিএম হলে আপনি এমএলএ’

Advertisement

আরও পড়ুন: পিঠের ব্যথায় অ্যাসেজে অনিশ্চিত নাথান কুল্টার-নাইল

দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে এআইএফএফ। কিন্তু লাভ তাতে কিছু হল না। শুক্রবার দিল্লি হাইকোর্টের রায়কেই বহাল রাখল বিচারপতি জে চেলামেশ্বর এবং বিচারপতি এস আব্দুল নাজিরের ডিভিশন বেঞ্চ।দিল্লি হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার সঙ্গে কিছু সংযোজন করেছে সুপ্রিম কোর্ট। প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশির পাশাপাশি কোনও কিংবদন্তি ভারতীয় ফুটবলারকে কমিটিতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। তবে কোন প্রাক্তন ফুটবলারকে এই দায়িত্ব দেওয়া হবে, তা এখনও স্থির হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন