Sports News

ভারতীয় দলে ফিরলেন সুরেশ রায়না

এয়ারপোর্ট থেকে লোকেশ ও উনাদকটের সঙ্গে ছবি টুইট করে রায়না লেখেন, ‘‘চললাম জোহানেসবার্গের পথে। শুরু করার জন্য আর অপেক্ষা সহ্য হচ্ছে না।’’ এর আগে দেশের জার্সিতে ৬৫টি টি২০ ম্যাচ খেলেছেন রায়না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪৪
Share:

লোকেশ রাহুল ও জয়দেব উনাদকটের সঙ্গে এয়ারপোর্ট থেকে এই ছবি পোস্ট করলেন সুরেশ রায়না। ছবি: সুরেশ রায়নার টুইটার।

প্রায় এক বছর পর ভারতীয় দলে ফিরলেন সুরেশ রায়না। দক্ষিণ আফ্রিকার মাটিতে শুক্রবার শেষ ওয়ান ডে খেলে ফেলবে ভারত। রবিবার থেকে শুরু টি২০ সিরিজ। সিরিজের তিন ম্যাচে খেলতে দক্ষিণ আফ্রিকা উড়ে গেলেন সুরেশ রায়না। সঙ্গে লোকেশ রাহুল ও জয়দেব উনাদকট।

Advertisement

এয়ারপোর্ট থেকে লোকেশ ও উনাদকটের সঙ্গে ছবি টুইট করে রায়না লেখেন, ‘‘চললাম জোহানেসবার্গের পথে। শুরু করার জন্য আর অপেক্ষা সহ্য হচ্ছে না।’’ এর আগে দেশের জার্সিতে ৬৫টি টি২০ ম্যাচ খেলেছেন রায়না। যেখানে তাঁর রান ১৩০৭।

রায়নার টুইটে পাল্টা টুইক করে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার মহম্মদ আমির ও জন্টি রোডস। মহম্মদ আমির লেখেন, ‘‘অনেক শুভেচ্ছা, ভাল খেল।’’ জন্টি রোডস লেখেন, ‘‘তোমার সঙ্গে দুবাই এয়ারপোর্টে দেখা করতে পারলাম না। আমি কেপটাউনের ফ্লাইটে বসে।’’

Advertisement

রায়না টি২০ সিরিজে শেষ খেলেছেন গত বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডে। ✈️ ’ 💪 👍👍👍 ; ! ; !

✈️ ’ 💪

রায়না টি২০ সিরিজে শেষ খেলেছেন গত বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডে। ✈️ ’ 💪 👍👍👍

রায়না টি২০ সিরিজে শেষ খেলেছেন গত বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডে। ✈️ ’ 💪 👍👍👍 ; ! ; !

✈️ ’ 💪

রায়না টি২০ সিরিজে শেষ খেলেছেন গত বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডে। ✈️ ’ 💪 👍👍👍 ; ! ; !

✈️ ’ 💪

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন