Cricket

রায়নার দেখা সেরা আইপিএল ইনিংস কোনটা?

আইপিএল-এ দিল্লির বিরুদ্ধে সেই ম্যাচে সিএসকে-র নেতৃত্বে ছিলেন রায়না। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে হেডেনের সঙ্গে পার্টনারশিপও গড়েন রায়না।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ১৮:০৮
Share:

চেন্নাই সুপার কিংসের ব্যাটিং মেরুদণ্ড রায়না। —ফাইল চিত্র।

মঙ্গুজ ব্যাট হাতে ম্যাথু হেডেনের বিস্ফোরক ইনিংসকে তাঁর দেখা সেরা বাছলেন সুরেশ রায়না। ২০১০ সালের আইপিএল-এ অজি বাঁ হাতি ওপেনার মঙ্গুজ ব্যাট নিয়ে খেলে সবাইকে চমকে দিয়েছিলেন।

Advertisement

ফিরোজ শাহ কোটলার সেই ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলস-এর বিরুদ্ধে হেডেন ৪৩ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। অজি-তারকার সেই ইনিংসের জন্যই কঠিন ম্যাচ সহজেই জিতে নেয় চেন্নাই।

হেডেনের ইনিংসকে কেন এগিয়ে রাখলেন রায়না? সোশ্যাল মিডিয়ায় হেডেনের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছেন, ‘‘দিল্লির বিরুদ্ধে খেলা তোমার ইনিংসটাই আমার কাছে সেরা। মঙ্গুজ ব্যাট নিয়ে খেলে সেই ম্যাচে তুমি ৯৩ রান করেছিলে। প্রতিটি বল মাঠের বাইরে অবলীলায় পাঠাচ্ছিলে। ফিরোজ শাহ কোটলার উইকেটে বল ঘুরছিল। সেই ম্যাচে দিল্লি ১৯০ বা ১৮৫-র কাছাকাছি রান করেছিল।’’

Advertisement

আরও পড়ুন: নেতৃত্বে সৌরভ, একবিংশ শতকের সেরা ওয়ানডে দলে নেই সহবাগ!

আইপিএল-এ দিল্লির বিরুদ্ধে সেই ম্যাচে সিএসকে-র নেতৃত্বে ছিলেন রায়না। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে হেডেনের সঙ্গে পার্টনারশিপ গড়েন রায়না। তিনি নিজে ৪৯ রানের ইনিংস খেলেছিলেন। প্রাক্তন বাঁ হাতি ক্রিকেটার বলেন, ‘‘আমরা দারুণ একটা পার্টনারশিপ করেছিলাম। সেই ম্যাচে আমি ৪৯ রানও করেছিলাম। সেই ম্যাচে সিএসকে-র ক্যাপ্টেন ছিলাম আমি। ম্যাচটা যে জেতা সম্ভব, সেই বিশ্বাস আমাকে জুগিয়েছিলে তুমি। দারুণ একটা ইনিংস খেলেছিলে। তোমার সই করা ব্যাটটা এখনও আমার কাছে রয়েছে।’’

হেডেনের কাছ থেকে সই করা ব্যাট এখনও রয়ে গিয়েছে রায়নার কাছে। আর প্রাক্তন অজি তারকার ইনিংসটা এখনও মনে রেখে দিয়েছেন রায়না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন