Suresh raina

রায়না বাদ, অপরিবর্তিতই থাকল বাকি ভারতীয় দল

অপরিবর্তিতই থাকল ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা হয়েছিল আগেই। তিন ম্যাচ শেষে সিরিজে ২-১এ এগিয়ে ভারত। সোমবার বাকি দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল বিসিসিআই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ১৬:৪৫
Share:

সুরেশ রায়না। ছবি: এএফপি।

অপরিবর্তিতই থাকল ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা হয়েছিল আগেই। তিন ম্যাচ শেষে সিরিজে ২-১এ এগিয়ে ভারত। সোমবার বাকি দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। দলে বিশেষ কোনও পরিবর্তনই হল না। শুধু অসুস্থতার জন্য বাইরে চলে যাওয়া সুরেশ রায়নাকে বাকি দুই ম্যাচের জন্য আর দলে ফেরানো হল না। বোর্ডের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘সুরেশ রায়না এখনও ওর পুরো ফিটনেস ফিরে পায়নি। সে কারণে এই সিরিজ থেকে বাইরে রাখা হল তাঁকে।’’ সর্ব ভারতীয় নির্বাচক কমিটি ১৪ জনের পুরনো দলকেই ধরে রাখল।

Advertisement

ভারতীয় দল: মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, বিরাট কোহালি, মনীশ পাণ্ডে, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, জয়ন্ত যাদব, অমিত মিশ্রা, যশপ্রীত বুমরাহ, ধবল কুলকার্নি, উমেশ যাদব, মনদীপ সিংহ, কেদার যাদব।

Advertisement

বিরাট, ধোনির যুগলবন্দিতে সাত উইকেটে হার কিউইদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement