Shilpa Shetty

শিল্পার ‘ব্যাস্টিয়ান’ আইনি ফাঁপরে! ৬০ কোটি টাকার বিতর্কের মধ্যেই নতুন রেস্তরাঁ খুলছেন শিল্পা?

একাধিক আইনি সমস্যা লেগে থাকলেও, থামার পাত্রী নন শিল্পা। মুম্বইয়ে আরও এক নতুন রেস্তরাঁ খোলার কথা ঘোষণা করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৫:১৮
Share:

আইনি জটিলতার মাঝেই বড় কর্মকাণ্ড শিল্পার! ছবি: সংগৃহীত।

আইনি জটে জড়িয়ে রয়েছেন শিল্পা শেট্টী। গত কয়েক দিন ধরে একাধিক আইনি জটিলতায় নাম জড়িয়েছে অভিনেত্রীর। এমনকি তাঁর সাধের জনপ্রিয় রেস্তরাঁ ‘ব্যাস্টিয়ান’-এর মাথায়ও ঝুলছে আইনের খাঁড়া। মুম্বইয়ের পরে রেস্তরাঁর বেঙ্গালুরু শাখার বিরুদ্ধেও মামলা দায়ের হয়। এই জটিলতার মধ্যেই বড় ঘোষণা করলেন অভিনেত্রী।

Advertisement

একাধিক আইনি সমস্যা লেগে থাকলেও, থামার পাত্রী নন শিল্পা। মুম্বইয়ে আরও এক নতুন রেস্তরাঁ খোলার কথা ঘোষণা করলেন তিনি। শহরের অতি জনপ্রিয় এলাকায় এই রেস্তরাঁ খোলা হবে বলে জানিয়েছেন অভিনেত্রী। এই এলাকাতেই মুম্বইয়ের ‘ব্যাস্টিয়ান’ অবস্থিত।

একটি ভিডিয়োয় এই রেস্তরাঁ সম্পর্কে শিল্পা নিজে বলেছেন, “অপেক্ষা সার্থক হবে। এই রেস্তরাঁ আমি আমার সংস্কৃতির উৎসকে উৎসর্গ করছি। এখানকার খাবার খেলে বাড়ির কথাই মনে পড়বে। ব্যাস্টিয়ানের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোও থাকবে।” এই ভিডিয়ো ভাগ করে নিয়ে শিল্পা লেখেন, “রেস্তরাঁর দরজা খোলার জন্য প্রস্তুত। রান্নাঘরও তৈরি।” ১৯ ডিসেম্বর সকাল ১১টায় এই রেস্তরাঁর পথচলা শুরু বলে জানান শিল্পা। অনুরাগীদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

Advertisement

দিনকয়েক আগেই ‘ব্যাস্টিয়ান পাব’-এ বিল মেটানো নিয়ে বচসায় জড়িয়েছিলেন প্রাক্তন ‘বিগ বস্‌’ জয়ী সত্য নায়ডু। সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরে সমালোচিত হতে হয় রেস্তরাঁ কর্তৃপক্ষকে। তার পরে আরও একটি অভিযোগ ওঠে রেস্তরাঁর বেঙ্গালুরু শাখার বিরুদ্ধে। নির্ধারিত সময়ের পরেও রেস্তরাঁ খোলা থাকা নিয়ে জটিলতার সূত্রপাত হয়। কর্নাটক রাজ্য সরকারের তরফে পাব-রেস্তরাঁগুলির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি বন্ধ করে দেওয়াই নিয়ম। কিন্তু, সেই নিয়ম আগ্রাহ্য করেন ‘ব্যাস্টিয়ান’ কর্তৃপক্ষ। এই প্রেক্ষিতে কর্নাটকের পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শিল্পার রেস্তরাঁর বিরুদ্ধে। এ ছাড়াও শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে রয়েছে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement