ছিটকে গেলেন সুশীল

চোটের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না সুশীল সিংহ। ৭-১২ সেপ্টেম্বর লাস ভেগাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর বসবে। কিন্তু দু’বারের অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর এত তাড়াতাড়ি চোট সারিয়ে সুস্থ হবেন না বলেই জানিয়েছেন।

Advertisement
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ০৩:২০
Share:

চোটের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না সুশীল সিংহ। ৭-১২ সেপ্টেম্বর লাস ভেগাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর বসবে। কিন্তু দু’বারের অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর এত তাড়াতাড়ি চোট সারিয়ে সুস্থ হবেন না বলেই জানিয়েছেন। ‘‘ডান কাঁধে গুরুতর চোট রয়েছে। স্বভাবতই রিও অলিম্পিকের জন্য প্রথম যোগ্যতা নির্ণায়ক টুর্নামেন্টে আমি অংশ নিতে পারছি না,’’ বলেছেন সুশীল। চিকিৎসকদের পরামর্শ মেনে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন তিনি। তবে চোট কত দিনে সারবে সেটাও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরও আরও ছ’টি অলিম্পিকে যোগ্যতা নির্ণায়ক টুর্নামেন্ট হাতে থাকবে সুশীলের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন