Gurbaj Singh highest paid player

জাতীয় দল থেকে নির্বাসিত গুরবাজের মূল্য ৬৭ লাখ

জাতীয় দল থেকে তিনি নির্বাসিত। এক বছরের বেশি হয়ে গেল। জাতীয় দলে আর ডেকে নেওয়া হয়নি গুরবাজ সিংহকে। নানা অভিযোগ তাঁর বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের সঙ্গে কোচ, দলের বিরুদ্ধে কথা বলেই অ্যাসোসিয়েশনের কুনজরে পড়েছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ১৯:৩৮
Share:

গুরবাজ সিংহ। -ফাইল চিত্র।

জাতীয় দল থেকে তিনি নির্বাসিত। এক বছরের বেশি হয়ে গেল। জাতীয় দলে আর ডেকে নেওয়া হয়নি গুরবাজ সিংহকে। নানা অভিযোগ তাঁর বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের সঙ্গে কোচ, দলের বিরুদ্ধে কথা বলেই অ্যাসোসিয়েশনের কুনজরে পড়েছিলেন তিনি। কিন্তু হকি ইন্ডিয়া লিগের নিলামে বাজিমাত সেই গুরবাজেরই। ২০১৭ হকি ইন্ডিয়া লিগে তিনিই সব থেকে দামী প্লেয়ার।

Advertisement

রাইট ফ্ল্যাঙ্কে খেলা এই তারকা হকি প্লেয়ারকে ন’মাসের জন্য নির্বাসিত করেছিল হকি ইন্ডিয়া। সেটা ২০১৫র অগস্টের কথা। অভিযোগ ছিল টিমের মধ্যে গ্রুপ করা দলের শান্তি বিঘ্নিত করা। হকি ওয়ার্ল্ড লিগের সেমিফাইনাল চলছিল তখন বেলজিয়ামে। দেশে ফিরেই তাঁকে ছেটে ফেলা হয়। আর ফেরানো হয়নি জাতীয় দলে।

পরের হকি ইন্ডিয়া লিগে গুরবাজ খেলবেন রাঁচি রেসের হয়ে। ২০১৫র চ্যাম্পিয়ন দল রাঁচি। গুবারজাকে তারা কিনে নিল ৬৭ লাখ ৩০হাজার টাকায়। বিদেশিদের মধ্যে সব থেকে দামী জার্মানির ক্রিস্টোফার রুর। তাঁকেও ৫০ লাখ ৯৯ হাজার টাকায় কিনে নিল রাঁচি রেসই। এ ছাড়া বিদেশিদের মধ্যে বড় টাকায় বিক্রি হলেন কলিঙ্গ ল্যান্সার্সে টম ক্রেইগ,পঞ্জাব ওরিয়র্সে রবার্ট ফান দার হোর্স্ট ও উত্তরপ্রদেশ উইজার্ডে সেভে ফান আস। ভারতীয় জুনিয়ারদের মধ্যে সব থেকে বেশি দামে বিক্রি হলেন ১৮ বছরের হার্দিক সিংহ। তাঁকে ২৬ লাখ ৫১ হাজারে কিনে নিল পঞ্জাব ওরিয়র্স।

Advertisement

হকি ইন্ডিয়া লিগের ছ’টি ফ্র্যাঞ্চাইজি দাবাং মুম্বই, দিল্লি ওয়েভরাইডার্স, জেপি পঞ্জাব ওরিয়র্স, কলিঙ্গ ল্যান্সার্স, রাঁচি রেস ও উত্তরপ্রদেশ উইজার্ড।

আরও খবর

সচিনের নতুন দত্তক সন্তান পুত্তামরাজুভারি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন