গ্রেচেন ওয়ালশ। ছবি: এক্স (টুইটার)।
মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে তৈরি হল নতুন বিশ্বরেকর্ড। ২০১৬ সালের রিয়ো অলিম্পিক্সে নিজের গড়া রেকর্ডই ভাঙলেন আমেরিকার কেটি লেডেকি। ফ্লোরিডায় আয়োজিত টাইর প্রো সিরিজ় মিটে নতুন কীর্তি গড়েছেন তিনি। আমেরিকারই গ্রেচেন ওয়ালশ একই দিনে দু’বার ১০০ মিটার বাটারফ্লাইয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। প্রথম মহিলা সাঁতারু হিসাবে ৫৫ সেকেন্ডের কম সময়ে ১০০ মিটার বাটারফ্লাই শেষ করেছেন ওয়ালশ।
অলিম্পিক্সে ৮ মিনিট ৪.৭৯ সেকেন্ডে ৮০০ মিটার ফ্রিস্টাইল শেষ করেছিলেন লেডেকি। শনিবার তিনি সময় নিয়েছেন ৮ মিনিট ৪.১২ সেকেন্ড। ফ্লোরিডার প্রতিযোগিতার ফাইনালে ৪০০ মিটার পর্যন্ত এগিয়েছিলেন লেডেকি। তার পর গতি একটু কমিয়ে দেন কৌশলগত কারণে। ৪৫০ এবং ৫০০ মিটার শেষ করেন দ্বিতীয় স্থানে থেকে। আবার ৫৫০ মিটার থেকে প্রথম স্থানে ফিরে আসেন। সাঁতার শেষ হওয়া পর্যন্ত লিড ধরে রাখেন তিনি। বিশেষত শেষ ১০০ মিটারে গতি অনেকটাই বাড়িয়ে নেন। তাতেই হয়েছে নতুন বিশ্বরেকর্ড।
ওয়ালশ আবার এক দিনে দু’বার বিশ্বরেকর্ড করেছেন। মহিলাদের ১০০ মিটার বাটারফ্লাইয়ের হিটে ৫৫.০৯ সেকেন্ড সময় করে বিশ্বরেকর্ড গড়েন। পরে ফাইনালে ৫৪.৬ সেকেন্ডে সাঁতার শেষ করে এক দিনে দু’বার বিশ্বরেকর্ড গড়েন তিনি। তিনিও নিজেরই আগের বিশ্বরেকর্ড ভেঙেছেন ফ্লোরিডায়। গত অলিম্পিক্সের ট্রায়ালে ৫৫.১৮ সেকেন্ড সময়ে ১০০ মিটার বাটারফ্লাই শেষ করে বিশ্বরেকর্ডটি গড়েছিলেন ওয়ালশ।