মেলবোর্নের একাদশ নিয়ে চর্চা
Wriddhiman Saha

কিরমানি, মোরেদের আস্থা সেই ঋদ্ধিমানেই

বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, ঋদ্ধির পরিবর্তে খেলানো হোক ঋষভ পন্থকে। কারণ, ব্যাটসম্যান হিসেবে ঋষভ বেশ শক্তিশালী।

Advertisement

ইন্দ্রজিৎ সেনগুপ্ত 

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ০৩:৫৫
Share:

অপেক্ষায়: মেলবোর্নে কি গ্লাভস হাতে দেখা যাবে ঋদ্ধিকে? ফাইল চিত্র

অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে গতি ও সুইংয়ের ঝড় আছড়ে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন-আপে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে শেষ হয়ে যায় ভারত। টেস্টে যা ভারতের এখনও পর্যন্ত সর্বনিম্ন স্কোর। দ্বিতীয় টেস্টের দলে তাই আমূল পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। ওপেনার পৃথ্বী শ-এর সুযোগ পাওয়ার রাস্তা বেশ কঠিন। প্রশ্নচিহ্ন রয়েছে ঋদ্ধিমান সাহার জায়গা নিয়েও।

Advertisement

বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, ঋদ্ধির পরিবর্তে খেলানো হোক ঋষভ পন্থকে। কারণ, ব্যাটসম্যান হিসেবে ঋষভ বেশ শক্তিশালী। প্রাক্তন ভারতীয় উইকেটকিপার কিরণ মোরে ও সৈয়দ কিরমানি যদিও চান, ঋদ্ধিকেই দায়িত্ব দেওয়া হোক মেলবোর্নে। একটি টেস্ট দিয়ে ঋদ্ধিকে একেবারেই বিচার করা উচিত নয়। তাতে মনোবল নষ্ট হওয়ার সব চেয়ে বেশি সম্ভাবনা থাকে।

ভারতের বিশ্বকাপজয়ী উইকেটকিপার কিরমানি আনন্দবাজারকে ফোনে বলেন, ‘‘মাত্র একটি টেস্ট খেলিয়ে যদি ঋদ্ধিকে বসিয়ে দেওয়া হয়, তা হলে খুবই অবাক হব। প্রথম টেস্টে ব্যর্থ কিন্তু প্রত্যেকে। কেন ঋদ্ধির দিকে আঙুল তোলা হবে?’’ কিরমানি যোগ করেন, ‘‘একটি টেস্ট খেলানোর জন্য নিশ্চয়ই এত দিন অস্ট্রেলিয়ায় রেখে শুশ্রূষা করানোর প্রয়োজন ছিল না। ঋদ্ধির মতো বিশ্বমানের কিপারকে নিয়ে কেন বারবার সমালোচনার ঝড় উঠবে!’’

Advertisement

আরও খবর: আইসিসিতে সৌরভই ফের ভারতীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে মনোনীত হলেন

আরও খবর: করোনার জেরে বাতিল ছোটদের দুটি বিশ্বকাপ ফুটবল

কিরমানি চান, মেলবোর্ন টেস্টে নামার আগে কোচ ও অধিনায়ক বাড়তি সময় দিন ঋদ্ধিকে। কিরমানি বলছিলেন, ‘‘কোহালির অনুপস্থিতিতে ঋদ্ধি দলের অন্যতম সিনিয়র। কোচ ও অধিনায়কের উচিত ওর সঙ্গে আলোচনা করা। ওর উপর বাড়তি দায়িত্ব দেওয়া। ঋদ্ধিকে বোঝাতে হবে, একটি ম্যাচে ব্যর্থতা ভুলে ভারতকে টেনে তোলার দায়িত্ব তারও। তবেই না ফিরবে আত্মবিশ্বাস।’’

প্রাক্তন ভারতীয় কিপার কিরণ মোরেও চান, ঋদ্ধির উপরেই আস্থা রাখুক দল। মোরের কথায়, ‘‘অনেকেই বলছে শুনছি, প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছে পন্থ। কিন্তু সেই বোলিংয়ের মানের সঙ্গে আন্তর্জাতিক মানের বোলিং মেলানো যায়? প্রস্তুতি ম্যাচে তো ঋদ্ধিও রান পেয়েছে। সেটার কথা তো কেউ বলছে না। ঋষভ কিন্তু এত দিন রানের মধ্যে ছিল না। ঋদ্ধি ছিল। কে ব্যাটিংয়ে ছন্দে আছে, সেই বিষয় বিবেচনা করলেও দেখা যাবে পরিসংখ্যানের ভিত্তিতে ঋদ্ধিই এগিয়ে।’’

মোরে আরও জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় স্পিনারদের বিরুদ্ধে কিপিং করা সহজ নয়। অতিরিক্ত বাউন্স সমস্যা তৈরি করতে পারে। প্রথম ম্যাচে আর অশ্বিনের বেশ কয়েকটি বল অতিরিক্ত বাউন্স করেছে। যা পোক্ত কিপার ছাড়া আটকানো সম্ভব নয়। মোরের সাফ কথা, ‘‘যেমন-তেমন কিপিং দিয়ে টেস্ট খেলা যায় না। ধৈর্য ও ব্যকরণ মেনে করা উচিত। এ ভাবেই সফল হয়েছে ঋদ্ধি। তা ছাড়া, ওর উপর দল যদি ভরসা না রাখে, ব্যাটিংয়ে উন্নতি করতেও তো সমস্যায় পড়বে।’’

প্রাক্তন ভারতীয় পেসার মদন লাল চান, ঋষভকে একটি সুযোগ দিয়ে দেখা হোক। তাঁর মত, ‘‘অস্ট্রেলিয়ার উইকেটে বল দ্রুত ব্যাটে আসে। এ ধরনের পিচের জন্য আদর্শ ঋষভ। গত বার সিডনিতে সেঞ্চুরি ছিল ওর। অস্ট্রেলীয় সফরে ওকে ব্যবহার করুক ভারত।’’

উমেশ যাদব ও যশপ্রীত বুমরার সঙ্গে তৃতীয় পেসার হিসেবে মদন দেখতে চান মহম্মদ সিরাজকে। তাঁর ধারণা, ‘‘বাবার মৃত্যুর পরে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া থাকবে সিরাজ। ওর এই তাগিদটা কাজে লাগানো উচিত ভারতীয় দলের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন