কাপ খুচরো

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার দিনই শ্রীলঙ্কার নির্বাচকরা ছাঁটাই হলেন। ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপে শ্রীলঙ্কার খারাপ পারফরম্যান্সের জন্য। জানুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে হারার পর টি-টোয়েন্টি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও হারায় শ্রীলঙ্কা।

Advertisement
শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ০৪:১৬
Share:

বাংলাদেশের প্র্যাকটিসে মুস্তাফিজুর। ধর্মশালায়।

ছাঁটাই নির্বাচকরা

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার দিনই শ্রীলঙ্কার নির্বাচকরা ছাঁটাই হলেন। ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপে শ্রীলঙ্কার খারাপ পারফরম্যান্সের জন্য। জানুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে হারার পর টি-টোয়েন্টি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও হারায় শ্রীলঙ্কা। নতুন নির্বাচক প্যানেলের প্রধান প্রাক্তন ক্রিকেটার অরবিন্দ ডিসিলভা। বাকি তিন নির্বাচক কুমার সঙ্গকারা, রমেশ কালুউইথারানা ও প্রাক্তন টেস্ট ক্রিকেটার ললিত কালুপেরুমা।

জিতল জিম্বাবোয়ে

Advertisement

মূলপর্বের দিকে এক ধাপ এগোল জিম্বাবোয়ে। ভুসি সিবান্ডার (৫৯) প্রথম টি-টোয়েন্টি হাফসেঞ্চুরির সাহায্যে তারা মঙ্গলবার ১৪ রানে হারাল হংকংকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম হার্ডল টপকানের চ্যালেঞ্জে প্রথমে ১৫৮-৮ তুলেছিল জিম্বাবোয়ে। জবাবে ওপেনার জেমি অ্যাটকিনসনের হাফসেঞ্চুরির (৫৩) পরও ১৪৪-৬ থেমে যায় হংকংয়ের ইনিংস।

আজ নামছে বাংলাদেশ

পাকিস্তান আর শ্রীলঙ্কাকে হারানো। তিন দিন আগে এশিয়া কাপের রানার্স হওয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যালেঞ্জে নামার আগেই কতটা ফর্মে আছে তারা পরিষ্কার করে দিয়েছে বাংলাদেশ। বুধবার তাদের কোয়ালিফায়ারের লড়াই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ধর্মশালায়। যে যুদ্ধে ফেভারিট মাশরাফি মর্তুজারা। তবে চমকে দেওয়ার ক্ষমতা আছে নেদারল্যান্ডসেরও। দু’বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৯০ তাড়া করে আয়ারল্যান্ডকে হারিয়েছিল নেদারল্যান্ডস। মূলপর্বে উঠে ইংল্যান্ডকেও হারিয়েছিল তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন