তেরো উইকেট পড়ার দিনে সেঞ্চুরি তামিমের

বাংলাদেশ ব্যাটিংকে কব্জা করলেও তামিম ইকবালে সেই আক্রান্ত ইং‌ল্যান্ড! শের-ই বাংলায় শুক্রবার দ্বিতীয় টেস্ট শুরু হতে প্রথম দিনই দু’দল মিলিয়ে পড়েছে ১৩ উইকেট।

Advertisement

মিরপুর

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ০৩:৫৭
Share:

তামিম ইকবাল। ১০৪।-এএফপি

বাংলাদেশ ব্যাটিংকে কব্জা করলেও তামিম ইকবালে সেই আক্রান্ত ইং‌ল্যান্ড!

Advertisement

শের-ই বাংলায় শুক্রবার দ্বিতীয় টেস্ট শুরু হতে প্রথম দিনই দু’দল মিলিয়ে পড়েছে ১৩ উইকেট। ফলে তার ভেতর বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার তামিমের ১০৪ (১৪৭ বল, ১২×৪) যেন আরও বেশি উজ্জ্বল! দিনের শেষে তামিম বলেও দেন, ‘‘যে হারে আজ উইকেট পড়েছে, তাতে আমার সেঞ্চুরিটাকে হঠাৎ-ই খুব স্পেশ্যাল দেখাচ্ছে।’’ ইংল্যান্ডের বিরুদ্ধে ১১ ইনিংসে এটা তামিমের আট নম্বর পঞ্চাশোর্ধ রান। গড় ৬৩.২৭। শেষ ছ’বছরে ইংরেজ বোলারদের বিরুদ্ধে টেস্টে ন্যূনতম ১০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে হাসিম আমলার (৮৬.৫৪) পরেই সেরা গড় তামিমের।

অধিনায়ক মুশফিকুর রহিমের পঞ্চাশতম টেস্টে টস জিতে বাংলাদেশ আগে ব্যাটিং নিলেও ২২০-র বেশি এগোতে পারেনি। চমৎকার শুরু করেও মইন আলির (৫-৫৭) অফ স্পিনের সামনে ভেঙে পড়ে শেষ ন’উইকেট হারায় মাত্র ৪৯ রানে। তামিম-মোমিনুল হক (৬৬) দ্বিতীয় উইকেটে ১৭০ রানের পার্টনারশিপে বাংলাদেশকে পৌঁছে দিয়েছিলেন ১৭১-১। সেখান থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশ ইনিংস। তবে জবাবে দিনের শেষে ৫০ রানে পৌঁছতেই ইংল্যান্ডও কুক-সহ তিন উইকেট খুইয়েছে। জো রুটের (১৫ ব্যাটিং) সঙ্গে ক্রিজে আছেন মইন (২ নট আউট)। দ্বিতীয় টেস্টের পিচেও চট্টগ্রামের মতো প্রথম দিন থেকেই বল ঘুরছে। যে কারণে ইংল্যান্ড ইনিংসে নতুন বলে শুরু থেকেই দু’দিক দিয়ে স্পিন আক্রমণ শুরু করে দেন মুশফিকুর। এবং অফ স্পিনার মেহদি হাসান দু’টো এবং বাঁ-হাতি সাকিব আল হাসান একটা তুলে নিয়ে পাল্টা লড়াইয়েও এনে ফেলেছেন বাংলাদেশকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন