শামি নেই, তবু ছ’পয়েন্টের আশায় বাংলা

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলে থাকা কোনও বোলারকেই রঞ্জি ট্রফির এই রাউন্ডে খেলার অনুমতি দেয়নি ভারতীয় বোর্ড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৭ ০৪:৪৪
Share:

পরিকল্পনা: কৌশল ছকে নিচ্ছেন বাংলার চার তারকা অশোক ডিন্ডা, ঋদ্ধিমান সাহা, মনোজ তিওয়ারি, মহম্মদ শামি। ছবি: সুদীপ্ত ভৌমিক

বৃহস্পতিবার থেকে কল্যাণীতে বিপক্ষে শক্তিশালী বিদর্ভ। এই ম্যাচ থেকে ছ’পয়েন্ট না পেলে বাংলার নক আউটে ওঠা বেশ অনিশ্চিত হয়ে উঠবে। তার উপর আবার মহম্মদ শামিকে পাচ্ছেন না মনোজ তিওয়ারিরা। তবু ছ’পয়েন্টের আশা ছাড়ছে না বাংলা শিবির।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলে থাকা কোনও বোলারকেই রঞ্জি ট্রফির এই রাউন্ডে খেলার অনুমতি দেয়নি ভারতীয় বোর্ড। সেই কারণেই বিদর্ভের বিরুদ্ধে খেলতে পারবেন না বাংলার নির্ভরযোগ্য পেস বোলার। শামি না খেললেও অবশ্য মাঠে নামবেন ঋদ্ধিমান সাহা। গ্রুপ পর্যায়ে এটি ঋদ্ধির শেষ ম্যাচ। দল নক আউটে উঠলে হয়তো খেলার সুযোগ পেতেও পারেন তিনি। মহম্মদ শামির টিমে থাকা বিপক্ষের উপর কিছুটা হলেও চাপ সৃষ্টি করে। এই বিষয়ে ঋদ্ধি অবশ্য বলেন, ‘‘ওর (শামি) উপস্থিতি দলকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু আমাদের রিজার্ভবেঞ্চও ভাল।’

ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬ নভেম্বর থেকে ভারতের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। তার ঠিক আগেই এই রঞ্জি ম্যাচকে কোনও ভাবেই প্রস্তুতির চোখে দেখতে নারাজ ঋদ্ধি। বলেন, ‘‘প্রস্তুতি হিসেবে আমি কোনও ম্যাচই খেলিনি। টেস্টের আগে দু’দিন ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করব। তখনই ভাবব।’’

Advertisement

শামিহীন বাংলার ভরসা সেই নৈছনপুর এক্সপ্রেস, অশোক ডিন্ডা। অথচ মঙ্গলবার, ম্যাচের দু’দিন আগে অনুশীলন করলেন না তিনি। বিদর্ভ ম্যাচের আগে হয়তো বিশ্রাম নিয়ে আরও তরতাজা হয়ে মাঠে নামতে চাইছেন বাংলার এই পেসার।

নক আউট পর্যায়ে খেলতে হলে প্রথম অথবা দ্বিতীয় স্থানে থাকতেই হবে বাংলাকে। বিপক্ষের ২০টি উইকেট ফেলতে না পারলে আগের ম্যাচের মতোই পয়েন্ট খোয়াতে হবে মনোজদের। হিমাচল প্রদেশের বিরুদ্ধে খেলেছেন অফ-স্পিনার আমির গনি। নিজের উপর দলের স্পিন বিভাগের প্রত্যাশা নিয়ে গনি বলেন, ‘‘ফ্লাইট ও জোরের উপর বৈচিত্র এনে ব্যাটসম্যানকে বিপাকে ফেলার পরিকল্পনাতেই রয়েছি।’

আরও পড়ুন: পরপর জয় নিয়ে গর্বিত কোহালি

দলে শামির অভাব মেটাতে ডিন্ডার সঙ্গে নতুন বলে সহযোগী হতে পারেন বাঁ-হাতি মিডিয়াম পেসার কণিষ্ক শেঠ। বিদর্ভ ম্যাচে শামির জায়গা পূরণ করার দায়িত্বে বেশ চিন্তিত কণিষ্ক। মঙ্গলবার বাংলার অনুশীলন শেষে কণিষ্ক বলেন, ‘‘শামি ভাই ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলেন। ওঁর জায়গা পূরণ করা সত্যিই কঠিন। তাও অধিনায়ক ও কোচের নির্দেশ অনুযায়ী খেলার চেষ্টা করব।’’

বিদর্ভের বিরুদ্ধে না খেললেও এ দিন কল্যাণী গেলেন শামি। মঙ্গলবার দলের সঙ্গে হাল্কা অনুশীলনও করলেন। বাংলার মনোবল বাড়াতে ও টেস্টের আগে নিজেকে ফিট রাখতেই হয়তো তাঁর এই সিদ্ধান্ত। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি তাঁর দল নিয়ে আশাবাদী। দলের সঙ্গে শামির যাওয়া নিয়ে মনোজ বলেন, ‘‘বোলারদের জন্য ওর উপস্থিতি খুবই ইতিবাচক। ওর অভিজ্ঞতা আমাদের বোলারদের কাজেই লাগবে।’’

বিদর্ভকে শক্তিশালী দল মনে করেন বাংলার কোচ সাইরাজ বাহুতুলে। পরবর্তী ম্যাচ নিয়ে বাহুতুলে বলেন, ‘‘বিদর্ভ ব্যালান্সড সাইড। কিন্তু আমাদের ছেলেরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে আমার দলও সে রকমই খেলে।’’

নক আউটের দৌড়ে টিকে থাকতে গেলে বিদর্ভের বিরুদ্ধে ছ’পয়েন্টের জন্যই ঝাঁপানো উচিত বাংলার। দলে জোরে বোলার থাকায় পেস সহায়ক উইকেটেই হয়তো খেলবেন তাঁরা। স্পিন সহায়ক উইকেট না করার আরও এক কারণ, বিপক্ষে রয়েছেন কর্ণ শর্মার মতো শক্তিশালী স্পিনার। মঙ্গলবার অনুশীলনের পর কল্যাণী রওনা হল বাংলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন