World Test Championship

ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হারিয়ে ভারতের উপর চাপ বাড়াল নিউজিল্যান্ড

জয়ের ফলে আইসিসি ক্রমপর্যায়ে দুইয়ে উঠে এল নিউজিল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ২১:০২
Share:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ ফলে টেস্ট সিরিজ জয়ী নিউজিল্যান্ড দল। ছবি টুইটার থেকে নেওয়া।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-০ জিতে ভারতকে চাপে রাখল নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই কঠিন করে তুলল বিরাট কোহালির দলের জন্য।

Advertisement

সোমবার ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টও ইনিংসে জেতে কিউয়িরা। জয় আসে ইনিংস ও ১২ রানে। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩১৭ রানে। নীল ওয়্যাগনার (৩-৫৪) ও ট্রেন্ট বোল্ট (৩-৯৬) এই ইনিংসে নিউজিল্যান্ডের দুই সেরা বোলার।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হচ্ছে ৩১ মার্চ, ২০২১। তার মধ্যে ভারত পাচ্ছে ৮ টেস্ট। এর মধ্যে ৪টি অস্ট্রেলিয়ায়। বাকি ৪টি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে। জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডকে সরিয়ে খেলতে গেলে এই টেস্টগুলোর মধ্যে ভারতকে ৫টিতে জিততে হবে। অন্যথায়, ৪টি জয় ও ৩টি ড্র হলেও চলবে।

Advertisement

আরও পড়ুন: ঋষভ পন্থের আত্মবিশ্বাস বাড়িয়েছে গোলাপি বলে প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরি

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার মাথায় রয়েছে অস্ট্রেলিয়া। দুইয়ে রয়েছে ভারত, তিনে রয়েছে নিউজিল্যান্ড। কিন্তু করোনো অতিমারির কারণে পয়েন্ট নয়, পয়েন্টের শতাংশের হিসেবকে যোগ্যতা অর্জনের মান হিসেবে ধরছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এই সংখ্যাটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ০.৮২২, ভারতের ০.৭৫০, নিউজিল্যান্ডের ০.৬২৫।

এই জয়ের ফলে আইসিসি ক্রমপর্যায়ে দুইয়ে উঠে এল নিউজিল্যান্ড। অবশ্য শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার মতো তাদেরও রেটিং পয়েন্ট ১১৬। ভগ্নাংশে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া (১১৬.৪৬১)। নিউজিল্যান্ডের সেখানে ১১৬.৩৭৫।

আরও পড়ুন: শুভমনের পাল্টা চ্যালেঞ্জ অস্ট্রেলিয়াকে, স্লেজিং করে ভয় দেখানো যাবে না​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন