টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পর নিউজিল্যান্ডের চলতি ভারত সফরে কিউয়িদের নিয়ে দর্শক-আগ্রহ তুঙ্গে। প্রশ্ন উঠছে, ২০১২-এ ভারতে টেস্ট সিরিজে ইংল্যান্ড যেমন ভেলকি দেখিয়েছিল, সে রকম কোনও অঘটন কি ঘটাবে নিউজিল্যান্ডও?
উত্তরটা— না।
কারণ, বিরাট কোহালি আর অনিল কুম্বলের কম্বিনেশন বেশ স্ট্রং। দু’জনেরই প্ল্যানেট এক্স এই মুহূর্তে উচ্চস্থ। প্ল্যানেট জেডের অবস্থানও শক্তিশালী। জ্যোতিষশাস্ত্রে যা দুর্দান্ত কম্বিনেশন। দু’জনেই আগামী দিনে বহু স্মরণীয় টুর্নামেন্ট জিতবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজটা যার অন্যতম। এই ভারতীয় দলে এমন কিছু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে যাঁদের টেস্ট ম্যাচে সাফল্যের কোটা এখনও পূর্ণ হয়নি। ভারতীয় দলে স্পিনার এবং ব্যাটসম্যানদের অভিনব সমাবেশও রয়েছে।
নিউজিল্যান্ড স্পিনাররা একটা ছাপ ফেললেও তা সিরিজ জেতার জন্য যথেষ্ট হবে না। সফরকারী দলের গড় বয়স কম। জ্যোতিষ অনুযায়ী, এটা নিউজিল্যান্ডের বিরুদ্ধেই যাচ্ছে। সেখানে ভারতীয় ক্যাপ্টেন ও তাঁর দল সাফল্য পাওয়ার দোরগোড়ায়। বড় টুর্নামেন্ট জিততে গেলে নিউজিল্যান্ডকে এখনও অনেকটা পথ পেরোতে হবে।