roger federer

Roger Federer: এবার উইম্বলডনে কি খেলবেন ফেডেরার, কী বললেন তাঁর কোচ

ফেডেরার বলেছিলেন, ‘‘আমি নিজেকে একটা আশার আলো দেখাতে চাই। আমি বাস্তববাদী। জানি এই বয়সে আরও একটা অস্ত্রোপচার কতটা কঠিন। তাও চেষ্টা করে দেখি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২২ ১৬:৩৭
Share:

রজার ফেডেরার। —ফাইল ছবি

এ বছরের উইম্বলডনে সম্ভবত দেখা যাবে না রজার ফেডেরারকে। কারণ হাঁটুর অস্ত্রোপচারের পর এখনও সম্পূর্ণ সেরে উঠতে পারেননি সুইস তারকা।

Advertisement

গত বছর উইম্বলডনের পর আর টেনিস কোর্টে দেখা যায়নি ফেডেরারকে। হাঁটুর চোটে কয়েক বছর ধরেই ভুগছেন ২০টি গ্র্যান্ড স্লামের মালিক। শেষ দু’বছরে তিন বার তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। শেষ বার অস্ত্রোপচার করিয়েছেন গত উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে হারের পর। প্রায় এক বছর হয়ে গেলেও এখনও পুরোপুরি সুস্থ নন ফেডেরার। তাই ফরাসি ওপেন তো বটেই, সম্ভবত আগামী উইম্বলডনেও খেলতে দেখা যাবে না ফেডেরারকে। সুইৎজারল্যান্ডের একটি সংবাদপত্রকে এমনই জানিয়েছেন ফেডেরারের কোচ সেভরিন লুথি।

আট বারের উইম্বলডন চ্যাম্পিয়নের বর্তমান অবস্থা সম্পর্কে লুথি বলেছেন, ‘‘এখন যা পরিস্থিতি, তাতে কখনই আমি ওকে উইম্বলডন খেলতে বলতে পারি না। একে বারেই অসম্ভব তা বলব না। কিন্তু এই মুহূর্তে তেমন ভাবতে পারছি না।’’ তিনি আরও বলেছেন, ‘‘রজার এখনও রিহ্যাব পর্যায়ের মধ্যে রয়েছে। শুধুই হাঁটুর সমস্যা নয়। পায়ের পেশিগুলোও নতুন করে গড়ে তুলতে হবে। পুরো শরীরে আরও শক্তি প্রয়োজন। কোর্টের ধকল নেওয়ার জন্য শরীরকে সম্পূর্ণ ভাবে প্রস্তুত করা দরকার।’’

Advertisement

হাঁটুতে তিন বার অস্ত্রোপচারের পর পেশাদার টেনিসের মূল স্রোতে ফিরে আসা যে কোনও খেলোয়াড়ের জন্যই বড় চ্যালেঞ্জ। জানেন ফেডেরারও। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার পরেই তিনি বলেছিলেন, ‘‘সার্কিটে আবার ভাল ভাবে ফেরা নিয়ে আমি নিজেকে একটা আশার আলো দেখাতে চাই। আমি বাস্তববাদী। খুব ভুল না হলে জানি, এই বয়সে আরও একটা অস্ত্রোপচার কতটা কঠিন। তা-ও চেষ্টা করে দেখি। সুস্থ থাকতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন