ফেড কাপে বহিষ্কৃত নাস্তাসে

ইলি নাস্তাসে-কে নিয়ে তোলপাড় টেনিস বিশ্ব। সেরিনা উইলিয়ামসের সম্ভাব্য সন্তানের বর্ণ নিয়ে আপত্তিজনক মন্তব্য করার জন্য আগেই বিতর্কে জড়িয়েছিলেন নাস্তাসে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ০৪:০২
Share:

অশান্তি: ক্ষুব্ধ গ্রেট ব্রিটেনের প্রধান কোচ অ্যান কেওটাভঙ আঙুল তুললেন বহিষ্কৃত রোমানিয়ার প্রধান কোচ ইলি নাস্তাসের দিকে। ছবি: রয়টার্স

ইলি নাস্তাসে-কে নিয়ে তোলপাড় টেনিস বিশ্ব। সেরিনা উইলিয়ামসের সম্ভাব্য সন্তানের বর্ণ নিয়ে আপত্তিজনক মন্তব্য করার জন্য আগেই বিতর্কে জড়িয়েছিলেন নাস্তাসে। এ বার ফে়ড কাপের ম্যাচে ব্রিটেনের অধিনায়ক য়োহানা কন্তের উদ্দেশে অশোভন কথা বলার পরে তাঁকে টুর্নামেন্ট থেকেই বহিষ্কার করা হয়েছে। রোমানিয়ার কিংবদন্তি, প্রাক্তন এই তারকাকে নিয়ে ক্রমশ উত্তাল হয়ে উঠছে টেনিস মহল।

Advertisement

নতুন ঘটনার সূত্রপাত ফেড কাপের ম্যাচ চলাকালীন। ৭০ বছর বয়সী নাস্তাসে-কে ব্রিটেনের দুই মহিলা খেলোয়াড়ের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করতে শোনা গিয়েছে। শুধু প্রতিপক্ষ মহিলা খেলোয়াড়দের উদ্দেশে কটূ মন্তব্য করেই থেমে থাকেননি তিনি। চেয়ার আম্পায়ারকেও চোখ রাঙান। তার পরেই তাঁকে ফেড কাপ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নাস্তাসে এক দিন আগেই সেরিনা উইলিয়ামসের হবু সন্তানকে নিয়ে মন্তব্য করেন যে, ‘‘দেখা যাক সন্তানের গায়ের রং কী হয়। দুধ-সহকারে চকোলেট?’’ রোমানিয়ান ভাষায় এই মন্তব্য সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ার পরেই প্রবল বিতর্ক তৈরি হয়। এক মহিলা রিপোর্টারকেও নাস্তাসে ‘কুৎসিত’ এব‌ং ‘নির্বোধ’ বলে অপমান করেন।

Advertisement

আন্তর্জাতিক টেনিস ফেডারেশন জানিয়েছে, অভব্য আচরণের জন্য নাস্তাসেকে ফে়ড কাপ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও বড় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। সেরিনাকে নিয়ে কটূ মন্তব্য করার পর সারা দুনিয়া জুড়ে বিতর্ক হচ্ছে দেখেও নাস্তাসের কোনও ভাবান্তর ঘটেনি। ব্রিটেনের অধিনায়ক কন্তাকে নিয়ে ফের অশালীন মন্তব্য করতে থাকেন তিনি। সতর্কিত করা হলে চেয়ার আম্পায়ারকে গালিগালাজ করেন।

কন্তা এমন প্রকাশ্যে গালাগালের মুখে পড়ে কান্নায় ভেঙে পড়েন। প্রায় ২৫ মিনিট ম্যাচ বন্ধ থাকে। তার পরেই নিরাপত্তারক্ষীদের ডেকে এনে তাঁকে স্টেডিয়াম থেকে বার করে দেওয়া হয়। ‘‘নাস্তাসের অ্যাক্রিডিটেশন বাতিল করে দেওয়া হয়েছে। এই টুর্নামেন্টে ওকে আর দেখা যাবে না,’’ বলেছেন টেনিস ফেডারেশনের এক কর্তা। তিনি আরও জানিয়েছেন যে, আন্তর্জাতিক টেনিস সংস্থা এমন অভব্য আচরণ বরদাস্ত করবে না এবং নাস্তাসের আপত্তিজনক সব মন্তব্যের বিচার করে শাস্তি দেওয়া হতে পারে। কয়েকটি সংবাদপত্রের খবর, গ্যালারি থেকে বার করে দেওয়ার পরেও শান্ত থাকেননি নাস্তাসে। জোর করে পরে ফিরে আসেন। তাঁর বলপূর্বক স্টেডিয়ামে ঢোকার চেষ্টাকেও ভাল চোখে দেখছেন না টেনিস কর্তারা।

নাস্তাসের সঙ্গে রোমানিয়ার দর্শকদের আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। ক্রন্দনরত কন্তা জানিয়েছেন, গ্যালারি থেকেও তাঁর দিকে ক্রমাগত কটূ মন্তব্য ভেসে আসছিল। এমন আচরণের সামনে তাঁকে কখনও পড়তে হয়নি। যদিও রোমানিয়ার খেলোয়াড়রা তাঁদের দেশের সমর্থকদের পাশে দাঁড়িয়েছেন।

প্রাক্তন টেনিস তারকা পাম শ্রিভার জানিয়েছেন, টিনএজার থাকার সময় একাধিকবার তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছেন নাস্তাসে। একটি আপত্তিজনক প্রশ্ন দেখা হলেই শ্রিভার-কে করতে তিনি। ‘‘যখনই দেখা হতো একই প্রশ্ন করে যেত। এই লোকটার মহিলাদের প্রতি কোনও শ্রদ্ধাই নেই,’’ বলেছেন প্রাক্তন যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালিস্ট শ্রিভার। আরও যোগ করেন, ‘‘আমার যখন বয়স ২০, একই প্রশ্ন করার পরে ওকে আমি বাধ্য হয়ে বলি, এই কথাটা জিজ্ঞেস করা কি ছাড়বেন?’’ শ্রিভারের মনে হচ্ছে, রোমানিয়ার নন-প্লেয়িং ক্যাপ্টেন নাস্তাসের কেরিয়ারই শেষ হওয়ার পথে। ‘‘খুবই খারাপ আচরণ। যেমন খারাপ আচরণ, ঠিক ততটাই কঠোর শাস্তি হওয়া উচিত ওর,’’ বলেছেন শ্রিভার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন