Novak Djokovic on Tennis Future

গ্র্যান্ড স্ল্যাম নয়, অন্য আর একটা প্রতিযোগিতা জেতার লক্ষ্যেই এখনও খেলছেন, জানালেন জোকোভিচ

আর গ্র্যান্ড স্ল্যাম জেতা লক্ষ্য নয় ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিকের। আপাতত একটা লক্ষ্যেই টেনিস খেলছেন তিনি। সেই লক্ষ্যের কথা জানিয়েছেন জোকোভিচ নিজেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৬:২২
Share:

নোভাক জোকোভিচ। —ফাইল চিত্র।

একটা কারণেই এখনও টেনিস খেলছেন নোভাক জোকোভিচ। আর গ্র্যান্ড স্ল্যাম জেতা লক্ষ্য নয় ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিকের। তাঁর লক্ষ্য ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে সিঙ্গলসে সোনার পদক পাওয়া। তা হলে পর পর দু’বার অলিম্পিক্সে পদক জিতবেন তিনি। সেই লক্ষ্যেই খেলছেন সার্বিয়ার তারকা।

Advertisement

টেনিসে ‘কেরিয়ার গোল্ডেন স্ল্যাম’ রয়েছে জোকোভিচের। অর্থাৎ, চারটে গ্র্যান্ড স্ল্যাম জেতার পাশাপাশি অলিম্পিক্সে সোনাও জিতেছেন তিনি। জোকোভিচ ছাড়া আন্দ্রে আগাসি ও রাফায়েল নাদালের এই কীর্তি রয়েছে। কিন্তু তাঁদের অলিম্পিক্সের সিঙ্গলসে (নাদালের অলিম্পিক্সে ডবলসেও একটা সোনা রয়েছে) একটা করে সোনা রয়েছে। জোকোভিচ দুটো সোনা জিততে চান।

একটা সাক্ষাৎকারে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন জোকোভিচ। তিনি বলেন, “আমার মাথায় এখন একটাই কথা ঘুরছে। একটা লক্ষ্যেই এখনও টেনিস খেলছি। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে সোনা জিততে চাই।” জোকোভিচ আরও বলেন, “এত বছরের কেরিয়ারে কত গ্র্যান্ড স্ল্যামে খেলেছি। দেশের হয়েও প্রতিনিধিত্ব করেছি। কিন্তু এখন গ্র্যান্ড স্ল্যামের থেকে দেশের হয়ে অলিম্পিক্সে নামা ও জেতা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”

Advertisement

পুরুষদের টেনিসে পদকের নিরিখে সবচেয়ে সফল জোকোভিচ। ২৪টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ১৩ বছরে ৪২৮ সপ্তাহ এটিপি ক্রমতালিকায় শীর্ষে থেকেছেন। দুটোই রেকর্ড। তিনিই একমাত্র টেনিস তারকা যিনি বিশ্বের প্রথম সারির সব প্রতিযোগিতা জিতেছেন। ৩৮ বছর বয়স হয়েছে তাঁর। টেনিসে এই বয়স কম নয়। কিন্তু এখনও লড়ছেন জোকোভিচ। তিনি জানিয়েছেন, খেলার প্রতি ভালবাসা এখনও তাঁকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জোকোভিচের কথায়, “আমি টেনিস ভালবাসি। এখনও র‌্যাকেট নিয়ে কোর্টে নামতে ভালবাসি। আমার মধ্যে যে বাচ্চাটা আছে সে এখনও টেনিস খেলতে চায়। তাই খেলছি।”

২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে সোনা জিতেছিলেন জোকোভিচ। তার পর থেকে আর কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি তিনি। ফরাসি ওপেনে নামার আগে কেরিয়ারে ১০০তম এটিপি ট্রফি জেতার নজির গড়েন তিনি। কিন্তু ফরাসি ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাঁকে। ৩০ জুন থেকে শুরু উইম্বলডন। সেখানেও নামবেন নোভাক। কিন্তু আপাতত তাঁর লক্ষ্য একটাই। সেটাই জানিয়ে দিলেন সার্বিয়ার তারকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement