Sourav Ganguly

কোন ক্রিকেট সেরা? নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জানিয়ে দিলেন সৌরভ

সৌরভের মতে, নিজেকে প্রমাণ করার জন্য এটাই সবথেকে বড় মঞ্চ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ২০:২২
Share:

নিজের অভিষেক টেস্টে সৌরভ। ফাইল ছবি

প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন, টেস্ট ক্রিকেটই সর্বশ্রেষ্ঠ ফরম্যাট। এখানে ভাল খেললেই মানুষের মনে সারা জীবনের মতো জায়গা করে নেওয়া যায়।

Advertisement

সম্প্রচারকারী চ্যানেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি বলেছেন, “যখন ছোটবেলায় আমরা টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছিলাম, তখন সেটাই ক্রিকেটের সেরা ফরম্যাট ছিল। এখনও সেটাই রয়েছে। তাই জন্যেই এটাকে টেস্ট ক্রিকেট বলা হয়। যদি কোনও ক্রিকেটার সফল হতে চায় এবং খেলাটায় নিজের ছাপ রেখে যেতে চায়, তাহলে টেস্ট ক্রিকেট সব থেকে বড় মঞ্চ। যারা টেস্টে বড় রান করে, মানুষ তাঁদের সারাজীবন মনে রাখে। যদি গত ৪০-৫০ বছরে ক্রিকেটের সবথেকে বড় নাম খুঁজতে চান, দেখবেন প্রত্যেকের টেস্টে ভাল পরিসংখ্যান রয়েছে।”

এ প্রসঙ্গে নিজের অভিষেক টেস্টের কথা তুলে ধরেছেন সৌরভ। ১৯৯৬-এ লর্ডসে ১৩১ রান করেছিলেন, সম্প্রতি যা ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। সৌরভ বলেছেন, “খুব বেশি ক্রিকেটার লর্ডসে টেস্ট অভিষেকের সুযোগ পায় না। পয়েন্টে দাঁড়িয়ে ফিল্ডিং করার সময় বারবার ভরা গ্যালারির দিকে তাকাচ্ছিলাম। আমার কাছে ওটা পয়া মাঠ। যত বার খেলেছি, সাফল্য পেয়েছি। প্রথম বার লং রুমে হেঁটে অবাক হয়ে গিয়েছিলাম। তা ছাড়া, আমি যে দিন শতরান করেছিলাম, সেটা শনিবার ছিল। টেস্ট ক্রিকেটে শনিবারই সেরা দিন। ওই দিন কোনও আসন ফাঁকা থাকে না।”

Advertisement

সৌরভের সংযোজন, “ব্যাটিংয়ের সময় প্রতিটা শটের ক্ষেত্রে পিছনের গ্যালারি থেকে বিরাট চিৎকার হচ্ছিল। ঠিক চা-বিরতির আগে শতরান করি। মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন। কারণ প্রথম শতরানের ওই আবেগ, খুশি ধরে রাখতে পারছিলাম না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন