টিএফএ প্রাক্তনদের অ্যাকাডেমি সম্বলপুরে

অ্যাকাডেমির ছাত্ররাই এ বার শুরু করলেন অ্যাকাডেমি! ভারতীয় ফুটবলের উৎকর্ষ বাড়াতে নিজেরাই অ্যাকাডেমি শুরু করলেন টাটা ফুটবল অ্যাকাডেমির প্রাক্তনরা। যার নেপথ্যে রয়েছে কল্যাণ চৌবে, মোহনবাগানের বর্তমান সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তী, গৌতম ঘোষ, গডফ্রে পেরিরা, কার্লটন চ্যাপম্যানের মতো টিএফএ-র এক ঝাঁক প্রাক্তনদের সংগঠন একলব্য।

Advertisement
শেষ আপডেট: ১০ মে ২০১৬ ০৩:১৪
Share:

অ্যাকাডেমির ছাত্ররাই এ বার শুরু করলেন অ্যাকাডেমি! ভারতীয় ফুটবলের উৎকর্ষ বাড়াতে নিজেরাই অ্যাকাডেমি শুরু করলেন টাটা ফুটবল অ্যাকাডেমির প্রাক্তনরা। যার নেপথ্যে রয়েছে কল্যাণ চৌবে, মোহনবাগানের বর্তমান সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তী, গৌতম ঘোষ, গডফ্রে পেরিরা, কার্লটন চ্যাপম্যানের মতো টিএফএ-র এক ঝাঁক প্রাক্তনদের সংগঠন একলব্য।

Advertisement

টিএফএ প্রাক্তনীদের সূত্রে খবর, গত ন’বছর ওড়িশার সম্বলপুরে ১৭ একর জায়গা জুড়ে তৈরি এই ফুটবল অ্যাকাডেমিটি ১২ বছরের জন্য লিজে নিয়েছে একলব্য। সংস্থার তরফে কল্যাণ চৌবে জানালেন, ‘‘রবিবারেই সরকারী চুক্তি হয়েছে। মোহনবাগান, সেসা অ্যাকাডেমি-সহ দেশের চারটি অ্যাকাডেমি থেকে পাশ করে বেরোনো ফুটবলারদের মূলস্রোতে যাওয়ার আগে প্রশিক্ষিত করতেই এই অ্যাকাডেমি।’’ জানা গিয়েছে, টিএফএ প্রাক্তনরা ছাড়াও ইউরোপের দু’টি প্রথম সারির ক্লাবের সঙ্গে টেকনিক্যাল সহায়তা পাওয়ার ক্ষেত্রে আলোচনা অনেক দূর এগিয়েছে একলব্যের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন