সাইনা

কোভিড ‘মুক্ত’ হয়ে কোর্টে নেমেই জিতলেন সাইনা, বিদায় প্রণয়ের

দীর্ঘদিন পরে টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন তাইল্যান্ডে। সেখানেও কোভিডে আক্রান্ত হওয়ায় দৃশ্যতই ভেঙে পড়েছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ২০:২৮
Share:

প্রথম রাউন্ডে সহজ জয় পেলেন সাইনা। ফাইল ছবি

তাইল্যান্ড ওপেন খেলতে গিয়ে কোভিড নেগেটিভ হওয়ার পরেরদিনই কোর্টে নেমে জিতলেন সাইনা নেহওয়াল। মালয়েশিয়ার প্রতিপক্ষ কিসোনা সেলভাদুরেকে হারিয়ে দিলেন স্ট্রেট সেটে। ২১-১৫, ২১-১৫ গেমে জিতে তাইল্যান্ড ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন সাইনা। তবে কোভিডে আক্রান্ত হওয়া আরেক খেলোয়াড় এইচ এস প্রণয় হেরে গিয়েছেন।

Advertisement

দেশে থাকাকালীন একবার কোভিড পজিটিভ হয়েছিলেন সাইনা। দীর্ঘদিন পরে টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন তাইল্যান্ডে। সেখানেও কোভিডে আক্রান্ত হওয়ায় দৃশ্যতই ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু এরপরেই চূড়ান্ত ধন্দ তৈরি হয়। সকালে তাঁর রিপোর্ট পজিটিভ হলেও বিকেলে নেগেটিভ আসে। তখন জানানো হয়, কোর্টে নামতে তাঁর বাধা নেই। একই কাণ্ড হয় প্রণয়ের সঙ্গেও।

বুধবার সাইনা শুরু করেছিলেন নিজের মেজাজেই। প্রথম এবং দ্বিতীয় সেট, দু’বারই বিরতিতে ১১-৫ এগিয়ে ছিলেন। দু’বারই সেট জিততে খুব একটা পরিশ্রম করতে হয়নি। তবে প্রণয় প্রথম রাউন্ডে হেরেছেন মালয়েশিয়ারই লি জি জিয়ার কাছে ২১-১৩, ১৪-২১, ৮-২১ গেমে।

Advertisement

সাইনা জিতলেও, তাঁর স্বামী পারুপল্লি কাশ্যপ বিদায় নিয়েছেন। তার আগে স্বদেশী সৌরভ বর্মাকে ২১-১২, ২১-১১ হারিয়ে প্রথম রাউন্ডে জেতেন কিদম্বি শ্রীকান্ত।

আরও খবর: বায়ো বাবল, ভার না থাকা খারাপ রেফারিংয়ের কারণ, বলছেন সুভাষ, প্রদীপ

আরও খবর: চাকরি খোয়ালেন জেরার্ড নুস, নর্থ ইস্টের কোচ হচ্ছেন খালিদ জামিল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement