Sports News

সুপ্রিম কোর্টের পথে শ্রীসন্থ

শ্রীসন্থ জানিয়েছেন, গত সাড়ে চার বছর তিনি চুপ করেছিলেন কিন্তু এখন তিনি মনে করছেন এটাই সঠিক সময় নিজের অধিকার বুঝে নেওয়ার। এ দিন বিসিসিআই-এর অ্যান্টিকোরাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের বিরুদ্ধে তিনি যে কোনও অভিযোগ করেননি সেটাও পরিষ্কার করেন।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৭ ২২:১২
Share:

এস শ্রীসন্থ। ফাইল চিত্র।

শ্রীসন্থের সামনে এখন একটাই রাস্তা খোলা। সেটা হল সুপ্রিম কোর্টে নির্বাসন তোলার আবেদন জানানো। শুক্রবারই বিসিসিআই-এর তরফে শ্রীসন্থের বৈষম্যের দাবি খণ্ডন করা হয়েছে। তার পরই শ্রীসন্থ জানিয়ে দিলেন তাঁর সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনার কথা। তিনি বলেন, ‘‘আমার জন্য একটাই রাস্তা এখন খোলা রয়েছে। সেটা হল সুপ্রিম কোর্টে যাওয়া। দিনের শেষে ক্রিকেট বাদ দিলে আমার জীবন ঠিকই কাটছে। আমি লড়াই করছি আমার অধিকারের জন্য। এটা শুধু দেশের হয়ে খেলা নয়, আমার সম্মান ফিরে পাওয়ার লড়াই।’’

Advertisement

আরও পড়ুন

অন্য দেশের হয়ে খেলার চেষ্টায় শ্রীসন্থ

Advertisement

বিসিসিআই-এর বিরুদ্ধে শ্রীসন্থের অভিযোগ ওড়ালেন নীরজ কুমার

শ্রীসন্থ জানিয়েছেন, গত সাড়ে চার বছর তিনি চুপ করেছিলেন কিন্তু এখন তিনি মনে করছেন এটাই সঠিক সময় নিজের অধিকার বুঝে নেওয়ার। বলেন, ‘‘এটা সবে শুরু। আরও অনেক কিছু সামনে আসবে।’’ এ দিন বিসিসিআই-এর অ্যান্টিকোরাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের বিরুদ্ধে তিনি যে কোনও অভিযোগ করেননি সেটাও পরিষ্কার করেন। তিনি বলেন, ‘‘আমি শুধু বলেছি, এই ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু বাকিদের সঙ্গে কেন অন্য রকম ব্যবহার করা হল। শুধু এই প্রশ্নটাই আমি করেছিলাম। আমি কখনও বলিনি তাদের নাম বাইরে আনতে। সকলের থেকে আমি অনেক ভাল মতো জানি এই বিষয়ে কারণ এই কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি।’’

আবারও বিসিসিআইকে একহাত নিয়েছেন শ্রীসন্থ। ২০১৩ আইপিএল-এ স্পট ফিক্সিং মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল তাঁকে। শ্রীসন্থ বলেন, ‘‘একজনকে দোষী বলে দেওয়া সহজ। কিন্তু সে গোটা বিশ্বকে এটা প্রমাণ দিচ্ছে সে দোষী নয়। বিসিসিআই বক্তব্যের পর বক্তব্য দিয়ে যাচ্ছে।কিন্তু মানুষ বোকা নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন