Sports News

ভারতীয় ব্যাটিংয়ের কোনও সমস্যা নেই: পূজারা

অস্ট্রেলিয়ান বোলিংয়ের সামনে বার বার ধস। ভারতের ব্যাটিং ভরসা দিতে পারেনি টিমকে। তবুও চেতেশ্বর পূজারার মতে, ভারতীয় ব্যাটিং ঠিকই আছে। প্রথম টেস্টে ৩৩৩ রানে হারের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ১৮৯ রানেই শেষ হয়ে গিয়েছে ভারতের ইনিংস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ২২:৫৬
Share:

চেতেশ্বর পূজারা। ছবি: পিটিআই।

অস্ট্রেলিয়ান বোলিংয়ের সামনে বার বার ধস। ভারতের ব্যাটিং ভরসা দিতে পারেনি টিমকে। তবুও চেতেশ্বর পূজারার মতে, ভারতীয় ব্যাটিং ঠিকই আছে। প্রথম টেস্টে ৩৩৩ রানে হারের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ১৮৯ রানেই শেষ হয়ে গিয়েছে ভারতের ইনিংস। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ৪৮ রানের লিড নিয়ে নিয়েছে। কিন্তু পূজারা মনে করেন না তিন ইনিংসে ফ্লপ করার জন্য তাঁদের খারাপ ব্যাটসম্যানের তকমা দিতে হবে। বলেন, ‘‘সব থেকে গুরুত্বপূর্ণ হল আমরা বড় পার্টনারশিপ তৈরি করতে পারছি না। আমরা দ্রুত উইকেট হারাচ্ছি। কিন্তু ভারতীয় ব্যাটিংয়ের কোনও সমস্যা নেই। আমরা স্পিনারদের বিরুদ্ধে খেলতে জানি। শেষ তিন ইনিংস বাদ দিলে সেটাই প্রমান হয়েছে। দ্বিতীয় ইনিংসের জন্য আমাদের গেমপ্ল্যান অনেক ভাল হবে। আমরা জানি আমরা খুব খেলব।’’

Advertisement

আরও খবর: ‘কখনও দেখিনি অস্ট্রেলিয়ার দু’জন স্পিনার একসঙ্গে এতটা ভাল খেলছে’

শুধু ব্যাটসম্যান নয়, বোলারদের নিয়েও একইরকম আশাবাদী পূজারা। ফার্স্টবোলারদের পাশে দাঁড়িয়েছেন তিনি। তাঁর মতে ফার্স্টবোলারদের পক্ষে সহজ ছিল না এই উইকেটে বল করা। ওরা অনেক খেটেছে। স্পিনাররা দারুণ খেলেছে। রানরেট দেখলেই সেটা বোঝা যাবে। ওরা কিন্তু বেশি রান করতে পারেনি। একদিক থেকে এটা আমাদের ভাল দিক। আমরা লাইনে বল করেছি। লেনথও সঠিক ছিল। আমরা ভাল বল করেছি আর ছয় উইকেট পেয়েছি সঙ্গে ওরাও বেশি রান করতে পারেনি।’’ প্রথম ইনিংসের বোলিং উপভোগ করেছে ভারতীয় দল বলেই মনে করেন পূজারা। তাঁর মতে এই দলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। ‘‘গত বছর ও এই বছরের কিছুটা সময় আমরা যে সাফল্য পেয়েছি সেটা আবার আমরা পারব। আমি আত্মবিশ্বাসী এই টেস্টে আমরা ঘুরে দাঁডা়ব।’’

Advertisement

তৃতীয় দিন ৩০০ রানের মধ্যেই অস্ট্রেলিয়াকে আটকে দেওয়ার পরিকল্পনা নিয়েই নামবে ভারতীয় দল। ৩০-৪০ রানের মধ্যে বাকি চার উইকেট তুলে নিতে পারলেই পরিকল্পনা সফল হবে। কিছু অন্যরকম পরিকল্পনাও রয়েছে টিম ম্যানেজমেন্টের। স্লেজিং নিয়েও মুখ খুলেছেন তিনি। দ্বিতীয় দিন রেনশকে সারাক্ষণই স্লেজ করে গিয়েছেন বিরাট কোহালি। ‘‘আমরা যখন অস্ট্রেলিয়ায় যাই তখন স্লেজিংয়ের মুখে পড়তে হয়। আমি সঠিক শব্দটা বলতে পারব না কিন্তু কথার আদান প্রদান চলছিল। এটাই এই খেলার স্পিরিট।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন