Thierry Henry is in gallery

আইএসএল-এর মঞ্চে অঁরি, মজায় মাতলেন অম্বানি, সৌরভদের সঙ্গে

এলেন, দেখলেন, জয় করলেন। কিন্তু ভারতীয় ফুটবল তার মনকে কতটা জয় করতে পারল সেটা জানা গেল না। তিনি আর কেউ নন, তিনি থিয়েরি অঁরি। মঙ্গলবার শহরে এসেছিলেন নিজের ব্র্যান্ডের কাজে। কিন্তু ভরা আইএসএল মরসুমে খেলা দেখবেন না তা কি হয়? হয়ওনি।

Advertisement
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ২১:৪৯
Share:

এলেন, দেখলেন, জয় করলেন। কিন্তু ভারতীয় ফুটবল তার মনকে কতটা জয় করতে পারল সেটা জানা গেল না। তিনি আর কেউ নন, তিনি থিয়েরি অঁরি। মঙ্গলবার শহরে এসেছিলেন নিজের ব্র্যান্ডের কাজে। কিন্তু ভরা আইএসএল মরসুমে খেলা দেখবেন না তা কি হয়? হয়ওনি। কাজ শেষে সরাসরি পৌঁছে গিয়েছিলেম রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। নিতা অম্বানীর পাশে বসেই পুরো খেলা দেখলেন। কলকাতার মাঠে বসে অবশ্য মুম্বইয়ের কাছে কলকাতার হার দেখতে হল। দেখলেন অতি পরিচিত ফোরলানের গোলও। ম্যাচ শেষে তাঁকে জড়িয়েও ধরলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও মজায় মাততে দেখা গেল তাঁকে। দেখে নেওয়া যাক তাঁর সেই সব মুহূর্তের কিছু ছবি।

Advertisement

সব ছবি: সংগৃহিত।

আরও গ্যালারি

Advertisement

ভারতীয় ফুটবলে ফোরলানের নানা মুহূর্ত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement