Sports News

১০১ বছর বয়সে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেন ইনি!

ইচ্ছে থাকলে বয়সও যে হার মানতে বাধ্য সেটা মান কউরকে না দেখলে বোঝার উপায় নেই! ১০১ বছর বয়সে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তিনি প্রমাণ করে ছেড়েছেন, ‘এজ ইজ নট আ ম্যাটার, ইফ দেয়ার ইজ উইল!’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ১৩:৩৮
Share:

সোনা জেতার পর মান কাউর।ছবি: সংগৃহীত।

ইচ্ছে থাকলে বয়সও যে হার মানতে বাধ্য সেটা মান কউরকে না দেখলে বোঝার উপায় নেই! ১০১ বছর বয়সে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তিনি প্রমাণ করে ছেড়েছেন, ‘এজ ইজ নট আ ম্যাটার, ইফ দেয়ার ইজ উইল!’

Advertisement

ওয়ার্ল্ড মাস্টারস গেম-এর আয়োজন করা হয়েছিল নিউজিল্যান্ডের অকল্যান্ডে। সেখানে যোগ দিয়েছিলেন চণ্ডীগড়ের বাসিন্দা ১০১ বছরের বৃদ্ধা মান কউর। দৌড় যখন শুরু হয়, সবাইকে তাক লাগিয়ে ১ মিনিট ১৪ সেকেন্ডে ফিনিশিং লাইনে পৌঁছে যান কউর। যা উসেইন বোল্টের সেরা সময়ের চেয়ে ‘মাত্র’ ৬৪.৪২ সেকেন্ড বেশি। এই কৃতিত্বের জন্য নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমগুলো তো কউরকে নিয়ে বেশ হইচই শুরু করে দিয়েছে। তাঁকে ‘মিরাকল অব চণ্ডীগড়’ বলেও ডাকা শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: গতি অস্ত্রে ইডেনে বিরাট জয় পেল নাইটরা

Advertisement

তবে এখানে বলে রাখা দরকার, ১০০ মিটার স্প্রিন্টে ১০০ বছরের বেশি বয়স ক্যাটাগরিতে মান কউর-ই একমাত্র প্রতিযোগী ছিলেন। হোক না একমাত্র প্রতিযোগী, ১০০ মিটার স্প্রিন্ট এত কম সময়ে আর ১০১ বছর বয়সে সেই দৌড় শেষ করা কম কথা নয়! ৬০-৭০ বছর বয়সেই যখন বেশির ভাগ মানুষই জবুথবু হয়ে পড়ে, সেখানে কউরের এই কৃতিত্ব অনেককেই উত্সাহ দেবে।

দৌ়ড় শেষে কউর বলেন, “দারুণ উপভোগ করেছি। খুব খুশি। আমি আবার দৌড়বো। হাল ছাড়ব না।” সময় নয়, কউরের কাছে অংশগ্রহণ করাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন ঘনিষ্ঠেরা। এই প্রথম নয় ৯৩ বছর বয়সেও দৌড়ে অংশ নিয়েছিলেন মান কউর। এ বার তাঁর ছেলে গুরদেব সিংহ ওয়ার্ল্ড মাস্টারস-এ নাম নথিভুক্ত করিয়ে দেন।

দেখুন ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন