Sports News

পাঁচ বলে ৫ উইকেট! নজির গড়লেন ইনি

ইলোউর্ন নর্থ ক্লাবের হয়ে ল্যাটরবের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন নিক। ব্যাটিংয়ে সাফল্য পাননি। শূন্য রানেই আউট হয়ে গিয়েছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ১৩:৫৪
Share:

এই সেই ক্রিকেটার নিক গুডেন। ছবি: সংগৃহীত।

হ্যাটট্রিক নয়, ডাবল হ্যাটট্রিকও নয়, একেবারে ট্রিপল হ্যাটট্রিক করে ক্রিকেট ইতিহাসে অনন্য নজির গড়লেন অস্ট্রেলীয় ক্রিকেটার।

Advertisement

আরও পড়ুন: হেরেও চ্যাম্পিয়ন ভারত, দর্শকে বিশ্বরেকর্ড

কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে নয়, ঘরোয়া লিগে পর পর ৫ বলে ৫ উইকেট নিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ভিক্টোরিয়ার থার্ড গ্রেড ক্রিকেটার নিক গুডেন। ওই ম্যাচে তিনি মোট ১৭ রান দিয়েছেন। উইকেট নিয়েছে ৮টি।

Advertisement

ইলোউর্ন নর্থ ক্লাবের হয়ে ল্যাটরবের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন নিক। ব্যাটিংয়ে সাফল্য পাননি। শূন্য রানেই আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু বল হাতে জ্বলে উঠেছিলেন। নিক জানান, এর জন্য তাঁকে উপহাসের মুখে পড়তে হয়। কিন্তু বল হাতে ট্রিপল হ্যাটট্রিক করে সেই উপহাসের যোগ্য জবাব দেন তিনি।

আরও পড়ুন: খেলল মালি, জিতল ব্রাজিল

নিক জানান, তাঁর মূল উদ্দেশ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব উইকেট তুলে নেওয়া। এই অবিশ্বাস্য পারফরম্যান্সে যে পেসের কোনও ভূমিকা ছিল না উইকএন্ড সানরাইজ-কে সে কথাও জানান তিনি। বলেন, “শুরুতেই দুটো ওয়াইড বল করি। একটা লেগে, একটা অফে। তখনও উপহাস করা হয়।”

ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে হ্যাটট্রিকের নজির আছে। কিন্তু ট্রিপল হ্যাটট্রিকের নজির এই প্রথম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement