জীবনের সেরা ইনিংস, ম্যাচ জিতিয়ে বলছেন নায়ক ব্র্যাভো

ব্র্যাভো ৩০ বলে ৬৮ রান করে একটা অবিশ্বাস্য জয় উপহার দিলেন চেন্নাইয়ের ভক্তদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৮ ০৭:৫৯
Share:

 সেরা: ব্র্যাভোর চমক। ফাইল চিত্র

দু’বছর বাদে আইপিএলে প্রত্যাবর্তনের পরে চেন্নাই সুপার কিংসের ড্রেসিংরুমে এখন এক জনই নায়ক। ডি জে ব্র্যাভো!

Advertisement

যে ব্র্যাভো ৩০ বলে ৬৮ রান করে একটা অবিশ্বাস্য জয় উপহার দিলেন চেন্নাইয়ের ভক্তদের। শনিবার ওয়াংখেড়েতে যে ইনিংস খেলে উঠে ব্র্যাভো বলছেন, ‘‘আমার জীবনের সেরা ইনিংস। আমার মনে হয় না, কোনও ফর্ম্যাটের ক্রিকেটে কখনও এই রকম ইনিংস খেলেছি আমি।’’ মুম্বই ইন্ডিয়ান্সের ১৬৫ রান তাড়া করতে নেমে একটা সময় চেন্নাইয়ের স্কোর ১৭ ওভারে হয়ে গিয়েছিল আট উইকেটে ১১৮। সেখান থেকে ব্র্যাভোর ওই ইনিংস এক উইকেটে ম্যাচ জিতিয়ে দেয় মহেন্দ্র সিংহ ধোনির দলকে।

ব্র্যাভোর ইনিংসে রয়েছে সাতটা ওভারবাউন্ডারি, তিনটে বাউন্ডারি। যশপ্রীত বুমরার করা ইনিংসের উনিশতম ওভারে তিনটে ছয় মারেন ব্র্যাভো। এই মুহূর্তে যাঁকে বিশ্বের অন্যতম সেরা ডেথ বোলার বলা হচ্ছে, সেই বুমরাকে কী ভাবে অত সহজে মারলেন? ব্র্যাভোর জবাব, ‘‘কোনও সন্দেহ নেই, বুমরা এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার। তবে দিনটা আমার ছিল। আমার ফর্মুলা খুব সহজ ছিল। শেষ পর্যন্ত বলটা দেখা, শরীরটা স্থির রাখা এবং ব্যাটটা চালানো। ওয়াংখেড়েতে বোলাররা যদি লেংথের গোলমাল করে ফেলে, তা হলে সেই বল সহজেই মাঠের বাইরে গিয়ে পড়ে।’’

Advertisement

দলকে জেতানোর জন্য তিনি কতটা মরিয়া ছিলেন, তা পরিষ্কার হয়ে যাচ্ছে ব্র্যাভোর কথায়। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার বলেন, ‘‘আপনারা নিশ্চয়ই দেখেছেন, হাফসেঞ্চুরি করার পরেও আমি ব্যাট তুলিনি। আমি জানতাম, আমার কাজটা শেষ হয়নি। ম্যাচ জিতিয়ে ফিরতে হবে। তাই আউট হয়ে যাওয়ায় রীতিমতো হতাশ হয়ে পড়েছিলাম।’’ ১৯তম ওভারের শেষ বলে ব্র্যাভো আউট হলেও চোট পাওয়া কেদার যাদব ম্যাচ জিতিয়ে দেন। ব্র্যাভো বলছিলেন, ‘‘ম্যাচ শেষ করে আসতে না পারলেও এটা ভেবে ভাল লেগেছিল যে আমার ইনিংসটা দলকে জয়ের পথে নিয়ে গিয়েছে।’’

ব্র্যাভো যখন ব্যাট করতে নামেন, স্কোর ছিল ৫ উইকেটে ৭৫। আস্কিং রেট ১২-র ওপর। তবে একই সঙ্গে ব্র্যাভো প্রশংসা করছেন কেদার যাদবেরও। বলছেন, ‘‘যাদবকে ভুলে গেলে চলবে না। চোট পেয়ে ও উঠে গিয়েছিল। কিন্তু তার পর শেষ ওভারে ফিরে এসে ম্যাচ জিতিয়ে দিল। ওর এই লড়াইকে কুর্নিশ করতেই হবে।’’

ওই রকম পরিস্থিতিতে এক বল বাকি থাকতে এক উইকেটে ম্যাচ জয়। ড্রেসিংরুমে কী বললেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি? ব্র্যাভোর জবাব, ‘‘ক্যাপ্টেন কুল এসে শুধু আমাকে বলল, ভাল খেলেছ। আর বিশেষ কিছু বলেনি। ধোনি জানে আমি কী করতে পারি। ও আমার ওপর আস্থা রাখে।’’

ধোনি নিজে কী বলছেন এই জয়ের পরে? ম্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সিএসকে অধিনায়ক বলেন, ‘‘সিএসকে বনাম মুম্বই হল এমন একটা ম্যাচ যা সবাই দেখতে চায়। আমরা দু’বছর বাদে ফিরে আসছি। তাই এই ম্যাচটা নিয়ে স্বাভাবিক ভাবেই আগ্রহ ছিল। ব্র্যাভো যে ভাবে দায়িত্ব নিয়ে ব্যাট করল, তা দেখে খুব ভাল লাগছে।’’

ব্র্যাভোর ইনিংস দেখে অবশ্য অবাক নন মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে। তিনি বলেন, ‘‘ডোয়েন যে চাপ নিয়ে শেষের দিকে ব্যাট করতে পারে, তা আমরা জানতাম। ওর জন্য আমাদের বিশেষ পরিকল্পনাও ছিল। কিন্তু কাজে লাগল না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন