ম্যাচ গড়াপেটার তথ্য দিলেন সরফরাজ-সহ তিন

ব্রিটিশ প্রচারমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই তিন অধিনায়ক  ইতিমধ্যেই আইসিসি-কে জানিয়েছেন সাম্প্রতিক অতীতে কী ভাবে তাঁদের জুয়াড়িরা ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭ ০৪:৩৯
Share:

ম্যাচ গড়াপেটা রুখতে নজির স্থাপন করলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ-সহ আরও দুই ক্রিকেট অধিনায়ক।

Advertisement

ব্রিটিশ প্রচারমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই তিন অধিনায়ক ইতিমধ্যেই আইসিসি-কে জানিয়েছেন সাম্প্রতিক অতীতে কী ভাবে তাঁদের জুয়াড়িরা ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিল। অভিযোগকারী বাকি দুই অধিনায়কের মধ্যে এক জন হলেন, জিম্বাবোয়ের গ্রেম ক্রেমার। কিন্তু তৃতীয় অধিনায়কটি কে, তা এখনও জানাতে পারেনি কেউ।

জানা গিয়েছে, এই মুহূর্তে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি ম্যাচ গড়াপেটার অভিযোগে সাতটি আন্তর্জাতিক ম্যাচ নিয়ে তদন্ত চালাচ্ছে। সেই তদন্তের সূত্র ধরেই জানা গিয়েছে, গত অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহি-তে পাকিস্তান-শ্রীলঙ্কা একদিনের সিরিজ চলার সময় এক কুখ্যাত জুয়াড়ি ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিল পাক অধিনায়ক সরফরাজ আহমেদকে। যা শোনামাত্র তা আইসিসি-র দুর্নীতিদমন শাখা-কে জানান সরফরাজ। ওই একই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে এক সন্দেহজনক ব্যক্তি তাঁদের কাছে ম্যাচ গড়াপেটার প্রস্তাব নিয়ে এসেছিলেন বলে আইসিসি-কে জানান জিম্বাবোয়ের
অধিনায়ক ক্রেমারও।

Advertisement

এর পরেই সংশ্লিষ্ট সাতটি ম্যাচ নিয়ে তদন্তে নামে আইসিসি-র দুর্নীতি দমন শাখা। জানা গিয়েছে, ম্যাচ গড়াপেটা করার জন্য ক্রিকেটারদের পাঁচ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিল জুয়াড়িরা। তদন্তে আরও জানা গিয়েছে, শুধু বড়দের ক্রিকেটেই নয়। অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও খেলোয়াড়দের সামনে লোভনীয় অর্থের টোপ রেখে ম্যাচ গড়াপেটা করার প্রস্তাব রাখছে জুয়াড়িরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন