Shikhar Dhawan

ওয়ান্ডারার্সে ধবনের তিন নজির, কী কী জানেন?

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিন তেন্ডুলকরের পর তৃতীয় ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সেঞ্চুরি করার নজির গড়লেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:২১
Share:

শিখর ধবন। ছবি: রয়টার্স।

শনিবার ওয়ান্ডারার্সে অন্তত তিনটি নজির গড়লেন শিখর ধবন। কেরিয়ারের প্রথম ১০০ ওডিআই ম্যাচে মোট রানে তিনিই এখন ভারতীয়দের মধ্যে এক নম্বরে। এত দিন এই রেকর্ড ছিল কোহালির।

Advertisement

১০০ ওয়ান ডে ম্যাচের পর বিরাটের সংগ্রহ ছিল ৪,১০৭। শিখরের রান ৪,৩০৯। বিশ্ব ক্রিকেটে এখন ধবনের আগে আছেন একজনই। দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা। প্রথম ১০০ ওয়ান ডে ম্যাচে আমলার রান ৪,৮০৮।

এ ছাড়া, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিন তেন্ডুলকরের পর তৃতীয় ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সেঞ্চুরি করার নজির গড়লেন তিনি। ২০০১ সালে, এই ওয়ান্ডারার্সেই, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেন করে সেঞ্চুরি করেন সচিন-সৌরভ দু’জনেই।

Advertisement

আরও পড়ুন: স্লো ওভার-রেটের জন্য জরিমানা দক্ষিণ আফ্রিকার

আরও পড়ুন: দু’বার মিলারের বেঁচে যাওয়াকেই দায়ী করছেন বিরাট

শনিবার প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নিজের শততম ওডিআই ম্যাচে সেঞ্চুরির নজিরও গড়েন ধবন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন