মিনি ডার্বিতে টিকিট সমস্যা

নেপথ্যে দর্শক আসনের সংখ্যা কম থাকা। আর তার জেরেই রবিবার বারাসতে ইস্টবেঙ্গল-মহমেডান মিনি ডার্বিতে ফের সমস্যা দেখা দিল দুই ক্লাবকে টিকিট দেওয়া নিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৫ ০২:৩৯
Share:

নেপথ্যে দর্শক আসনের সংখ্যা কম থাকা। আর তার জেরেই রবিবার বারাসতে ইস্টবেঙ্গল-মহমেডান মিনি ডার্বিতে ফের সমস্যা দেখা দিল দুই ক্লাবকে টিকিট দেওয়া নিয়ে।

Advertisement

আইএফএ সূত্রে খবর, এ দিন ইস্টবেঙ্গলকে তিন হাজার টিকিট দেওয়া হয়েছে রবিবারের বড় ম্যাচের জন্য। ক্লাবের সদস্য-সমর্থকদের কথা ভেবে লাল-হলুদ শিবির প্রথমে সেই টিকিট নিতে অস্বীকার করলেও পরে ফুটবলের স্বার্থে টিকিট নিতে সম্মত হয়। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ও বলেন, ‘‘বারাসতে দর্শকাসন অন্য মাঠের চেয়ে কম। তাই টিকিট নিয়ে এই সমস্যা। আমরা ছ’হাজার টিকিট দুই ক্লাবকে ভাগ করে দিয়েছি। আর কিছু করার নেই।’’

তবে মহমেডানের টিকিট নিয়ে সমস্যা নেই। সাদা-কালো শিবিরের তরফে ক্লাব কর্তা ইশতিয়াক আহমেদ তা জানিয়েও দিয়েছেন। যদিও তিন হাজার টিকিট পাওয়া নিয়ে লাল-হলুদ শিবিরে কিছুটা অসন্তোষ রয়েই গিয়েছে। ইস্টবেঙ্গল সূত্রে খবর, শনিবার দুপুর আড়াইটে থেকে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ওই তিন হাজার টিকিট সদস্য-সমর্থকদের মধ্যে ভাগ করা হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন