১৫ নম্বর মেজর জেতার লক্ষ্যে লড়াই টাইগারের

নানা সমস্যায় জর্জরিত টাইগার উডস ক্রমশ হয়ে উঠেছিলেন কক্ষচ্যুত নক্ষত্র। কিন্তু হাল তিনি ছাড়েননি। জীবনের ১৫ নম্বর মেজর জেতার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৮ ০৩:৪৪
Share:

ছবি: এএফপি।

আট বছর আগে তিনি শেষ মেজর জিতেছিলেন। চোট ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা সমস্যায় জর্জরিত টাইগার উডস ক্রমশ হয়ে উঠেছিলেন কক্ষচ্যুত নক্ষত্র। কিন্তু হাল তিনি ছাড়েননি। জীবনের ১৫ নম্বর মেজর জেতার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনও। এবং হঠাৎই সে সম্ভাবনা তৈরি হল স্কটল্যান্ডের অ্যাঙ্গাসে বিখ্যাত কার্মোস্টিয়ে গল‌্ফ চ্যাম্পিয়নশিপে বা ব্রিটিশ ওপেনে।

Advertisement

এই প্রতিযোগিতায় গত বারের চ্যাম্পিয়ন জর্ডান স্পিথ। এ বার তাঁকেই চ্যালেঞ্জ জানাচ্ছেন টাইগার। শনিবার রাতে টাইগার নিজেও বলেছেন, ‘‘মেজর আর কখনও পাব না ভেবে চুপচাপ বসে থাকতি পারি না। এখানেই তো মনে হচ্ছে সেটা অসম্ভব নয়। একেবারে ঠিক রাস্তাতেই এগোচ্ছি বলে মনে হচ্ছে। এখানেই আবার সফল হওয়ার ভাল সম্ভাবনা আছে। চেষ্টা করব দেখা যাক।’’ দীর্ঘদিন পরে তাঁর খেলায় সেই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস দেখা গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement