জেতার জন্য শেষ ওভারে দরকার ছিল চার রান। কিন্তু ডোনাল্ড টাটেন্ডা টিরিপানোর বোলিং জিততে দিল না ওয়েস্ট ইন্ডিজকে। জিম্বাবোয়ের মিডিয়াম পেসার জেসন হোল্ডারকে শেষ ওভারে তিনের বেশি তুলতে দিলেন না। ফল, ত্রিদেশীয় সিরিজে টাই হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবোয়ে ওয়ান ডে। টার্গেট ২৫৮ রান তাড়া করতে নেমে শাই হোপের সেঞ্চুরি (১০১) আর ব্রেথওয়েটের (৭৮) বড় রানে ৪৫ ওভারে ২২০-২ তোলে ক্যারিবিয়ানরা। তার পর ৩৫ রানে পড়ে যায় পাঁচ উইকেট।