News Of The Day

তৃতীয় দিনেই কি ইডেন টেস্ট শেষ। বিহারে সরকার গঠনের প্রস্তুতি। কেমন আছেন শুভমন। আর কী কী

ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের আজ তৃতীয় দিন। ভারতের সামনে কত রানের লক্ষ্য রাখতে পারবে প্রোটিয়ারা? খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ০৭:৫৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের আজ তৃতীয় দিন। ম্যাচের যা পরিস্থিতি, আজই শেষ হয়ে যেতে পারে প্রথম টেস্ট। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে এগিয়ে ৬৩ রানে, হাতে মাত্র ৩ উইকেট। রবি শাস্ত্রী-অনিল কুম্বলেরা বলছেন, ইডেনের যা উইকেট, তাতে চতুর্থ ইনিংসে ১০০ রান তোলাও কঠিন হবে। ভারতের সামনে কত রানের লক্ষ্য রাখতে পারবে প্রোটিয়ারা? খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

বিহারের বিধানসভা ভোটে জয়ী হয়েছে এনডিএ শিবির। তবে নতুন সরকারে ফের নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এনডিএর তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। সূত্রের দাবি, আগামী সপ্তাহের শুরুর দিকে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে। তার আগে শাসক জোটের প্রস্তুতির দিকে নজর থাকবে আজ।

Advertisement

ছোটদের এশিয়া কাপ ক্রিকেটে আজ মহারণ। দোহায় লড়াই ভারত এবং পাকিস্তানের। শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দেখা গিয়েছে বৈভব সূর্যবংশীর ঝড়। ৪২ বলে ১৪৪ রান করেছে ১৪ বছরের ভারতীয় ব্যাটার। একাই জিতিয়েছে দলকে। আজ পাকিস্তানের বিরুদ্ধেও কি তাণ্ডব দেখা যাবে বৈভবের? জল্পনায় করমর্দন বিতর্কও। ভারতের সিনিয়র দল এশিয়া কাপ খেলতে গিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি। ছোটরাও কি একই পথে হাঁটবে? খেলা শুরু রাত ৮টায়। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

শীতের হালকা আমেজ অনুভব করতে শুরু করেছেন রাজ্যবাসী। তবে আগামী সপ্তাহ থেকে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে। সকালের দিকে কুয়াশার চাদর দেখা যাবে রাজ্যের বেশ কিছু জেলায়। আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েক দিন, সে দিকে নজর থাকবে আজ।

রঞ্জি ট্রফিতে আজ পঞ্চম ম্যাচ খেলতে নামছে বাংলা। লক্ষ্মীরতন শুক্লর দলের সামনে এ বার অসম। চার ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে বাংলা নিজেদের গ্রুপে সকলের উপরে রয়েছে। অসম রয়েছে সকলের নীচে। তাদের ৩ পয়েন্ট। বাংলার অবশ্যই লক্ষ্য থাকবে এই ম্যাচ থেকে বোনাস পয়েন্ট নিয়ে জেতা। কল্যাণীতে খেলা শুরু সকাল ৯টা থেকে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ব‍্যাট করতে নামার পরেই মাত্র তিন বল খেলে মাঠ ছাড়তে হয়েছে শুভমন গিলকে। স্লগ সুইপ করে একটি চার মারার পরেই ঘাড়ে ব‍্যথা অনুভব করেন ভারত অধিনায়ক। কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। ইডেন টেস্টে তাঁর আর খেলার সম্ভাবনা কার্যত নেই। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টেও তিনি অনিশ্চিত। শুভমনের সব খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement