News of the Day

শুভমনকে ছাড়াই দ্বিতীয় টেস্টে নামছে ভারত, সিরিজ় বাঁচবে কি? পার্‌থে কি বোলারদের দাপট চলবে। আর কী কী

আজ থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। ইডেনে প্রথম টেস্টে হেরে সিরিজ়ে পিছিয়ে ভারত। এই ম্যাচে গৌতম গম্ভীরের দল জিততে না পারলে সিরিজ় হারবে। শুভমন গিলকে এই ম্যাচে পাচ্ছে না ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ০৭:৫২
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। ইডেনে প্রথম টেস্টে হেরে সিরিজ়ে পিছিয়ে ভারত। এই ম্যাচে গৌতম গম্ভীরের দল জিততে না পারলে সিরিজ় হারবে। শুভমন গিলকে এই ম্যাচে পাচ্ছে না ভারত। নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। ইডেন টেস্টের নায়ক সাইমন হারমার চোট সারিয়ে উঠেছেন। তাঁকে এই ম্যাচে পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। নতুন টেস্ট কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ হচ্ছে গুয়াহাটির। খেলা শুরু সকাল ৯টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

প্রথম দিনই জমে গিয়েছে অ্যাশেজ়। পার‌্থে প্রথম দিনই পড়েছে ১৯টি উইকেট। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১৭২ রানে অলআউট হয়ে গিয়েছে। জবাবে অস্ট্রেলিয়া দিনের শেষে ৯ উইকেটে ১২৩। দ্বিতীয় দিনেই কি শেষ হয়ে যাবে টেস্ট? খেলা শুরু সকাল ৭:৫০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement

সমুদ্রে নতুন করে ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে। তার ফলে আন্দামান সাগরের উপর বাড়ছে ঝোড়ো হাওয়ার বেগ। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তার সরাসরি কোনও প্রভাব না পড়লেও তাপমাত্রা বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা একই রকম থাকবে। খুব একটা হেরফের হবে না। তবে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement