গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
পরশু থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড তিন ম্যাচের এক দিনের সিরিজ়। এই সিরিজ়ে আবার মাঠে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। নাগপুরে প্রথম ম্যাচের আগে কী ভাবে প্রস্তুত হচ্ছেন রোহিত-কোহলিরা?
আইএসএলে কাল আবার নামছে মোহনবাগান। যুবভারতীতে প্রতিপক্ষ পঞ্জাব। এই ম্যাচের আগে কী পরিকল্পনা করছেন কোচ হোসে মোলিনা? বাগানের সব খবর। থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর, কোপা ডেল রে-র কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
পরশু এক দিনের সিরিজ় শুরু, নজর রোহিত-কোহলিদের দিকে
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ইংল্যান্ডকে ৪-১ ফলে হারিয়েছে ভারত। পরশু থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের এক দিনের সিরিজ়। এই সিরিজ়ে আবার মাঠে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রঞ্জিতে দু’জনেই ব্যর্থ হয়েছেন। ফলে এই সিরিজ়ে নজর থাকবে তাঁদের উপর। নাগপুরে প্রথম ম্যাচের আগে কী ভাবে প্রস্তুত হচ্ছেন রোহিত-কোহলিরা? ভারতীয় ক্রিকেট দলের সব খবর।
৯ পয়েন্টে এগিয়ে মোহনবাগান, আইএসএলে এ বার প্রতিপক্ষ পঞ্জাব, মোলিনার দলের সব খবর
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইএসএলে কাল আবার নামছে মোহনবাগান। যুবভারতীতে সবুজ-মেরুনের প্রতিপক্ষ পঞ্জাব। ইতিমধ্যেই দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুরের থেকে ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে শীর্ষ স্থানে থাকা মোহনবাগান। পঞ্জাব ম্যাচের আগে কী পরিকল্পনা করছেন কোচ হোসে মোলিনা? বাগানের সব খবর।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর ১৫ দিন বাকি, সব দলের খবর
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর ১৫ দিন বাকি। তার আগে এক দিনের সিরিজ় খেলবে ভারত-ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজ়ে লড়াই পাকিস্তান, নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। কী ভাবে তৈরি হচ্ছে সব দল? চ্যাম্পিয়ন্স ট্রফির সব খবর।
কোপা ডেল রে-র প্রথম কোয়ার্টার ফাইনাল, খেলবে অ্যাটলেটিকো
আজ স্প্যানিশ ফুটবলে কোপা ডেল রে-র প্রথম কোয়ার্টার ফাইনাল। মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ ও গেটাফে। স্প্যানিশ লিগ জয়ের দৌড়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গেটাফে সেখানে অনেক পিছনে রয়েছে। সেই হিসাবে এই ম্যাচে অ্যাটলেটিকো নিঃসন্দেহে ফেবারিট। আজ খেলা শুরু রাত ২টোয়।