Today’s Sports Events

ভারতের লজ্জার হারের ময়নাতদন্ত, আইএসএলে নামবে ইস্টবেঙ্গল, খেলবে পাকিস্তানও, আর কী কী

অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ় হেরেছে ভারত। সেই হারের দায় কাদের? ভারতের ক্রিকেটের সব খবর রয়েছে। পাশাপাশি আইএসএলে খেলতে নামবে ইস্টবেঙ্গল। জয়ে ফিরতে পারবে কি লাল-হলুদ?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ০৬:২৫
Share:

—ফাইল চিত্র।

বছরের শুরুটা ভাল হয়নি ভারতের। অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ় হেরেছে তারা। সেই হারের দায় কাদের? ভারতের ক্রিকেটের সব খবর রয়েছে। পাশাপাশি আইএসএলে খেলতে নামবে ইস্টবেঙ্গল। জয়ে ফিরতে পারবে কি লাল-হলুদ? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। টেস্ট কি বাঁচাতে পারবেন বাবর আজ়মেরা? রয়েছে রিয়াল মাদ্রিদের খেলার খবরও।

Advertisement

অস্ট্রেলিয়ায় লজ্জার হারের দায় কার, শুরু ময়নাতদন্ত

অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে টেস্ট সিরিজ় হেরেছে ভারত। ১০ বছর পরে বর্ডার-গাওস্কর ট্রফি হাতছাড়া হয়েছে। এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে ভারতের। এই হারের দায় কার? কোচ গৌতম গম্ভীরকে নিশানা করেছেন সুনীল গাওস্কর। রয়েছে ভারতীয় দল সম্পর্কে সব খবর।

Advertisement

আইএসএলে কঠিন ম্যাচ ইস্টবেঙ্গলের, মুম্বইকে হারিয়ে জয়ে ফিরতে পারবে লাল-হলুদ?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আগের ম্যাচে দুর্বল হায়দরাবাদের বিরুদ্ধে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জিততে পারেনি ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হাতছাড়া হয়েছিল। আজ মুম্বই সিটির বিরুদ্ধে নামবে তারা। চলতি বছর ঘরের মাঠে প্রথম ম্যাচ লাল-হলুদের। মুম্বইকে হারিয়ে কি আবার জয়ে ফিরতে পারবে ইস্টবেঙ্গল। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু খেলা। টেলিভিশনে খেলা দেখা যাবে স্পোর্টস ১৮-৩ ও স্টার স্পোর্টস-৩ চ্যানেলে। ডিজিটাল মাধ্যমে খেলা দেখা যাবে হটস্টার অ্যাপে।

চাপে পাকিস্তান, প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ বাঁচানোর লড়াই

প্রথম ইনিংসেই অনেকটা পিছিয়ে পড়েছে পাকিস্তান। কেপটাউনে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৬১৫ রান করেছে। এই বিশাল রানের চাপেই হয়তো খেই হারাচ্ছে পাকিস্তানের ব্যাটিং। প্রথম ইনিংসে ১৯৪ রানে অলআউট হয়ে গিয়েছে তারা। পাকিস্তানকে ফলো-অন করিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ টেস্টের চতুর্থ দিনের খেলা। টেস্ট বাঁচাতে হলে ভাল ব্যাট করতে হবে বাবর আজ়মদের। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮-১ চ্যানেলে।

কোপা দেল রে-র ম্যাচে নামছে রিয়াল মাদ্রিদ

লা লিগায় ১০ জনের রিয়াল মাদ্রিদ হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। লা লিগার পাশাপাশি কোপা দেল রে-র খেলাও চলছে। আজ সেখানে ডেপোর্টিভো মিনেরার বিরুদ্ধে খেলতে নামবে রিয়াল। রাত সাড়ে ১১টা থেকে শুরু খেলা। কোপা দেল রে-তেও কি জয়ের ধারা বজার রাখতে পারবেন কিলিয়ান এমবাপেরা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement