Today’s Sports Events

রবিবার খেলবেন বিরাট? ভারতীয় দলের খবর, ইস্টবেঙ্গল, মহমেডানের খেলা, আর কী কী

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় এক দিনের ম্যাচ কাল। খেলবেন কোহলি? তিনি খেললে কে বাদ পড়বেন? ভারতীয় দলের সব খবর। আইএসএলে আজ ইস্টবেঙ্গলের খেলা। বিপক্ষে চেন্নাইয়িন। রয়েছে মহমেডান হায়দরাবাদ ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে প্রথম ম্যাচে জিতেছে ভারত। দ্বিতীয় ম্যাচ কাল রবিবার। প্রশ্ন, এই ম্যাচে খেলবেন বিরাট কোহলি? তার থেকেও বড় প্রশ্ন, তিনি খেললে কে বাদ পড়বেন? ভারতীয় দলের সব খবর।

Advertisement

আইএসএলে আজ ইস্টবেঙ্গলের খেলা। বিপক্ষে চেন্নাইয়িন। যুবভারতীতে জিতলেও ইস্টবেঙ্গল দশম স্থানেই থাকবে। চেন্নাইয়িন জিতলে ইস্টবেঙ্গলকে টপকে দশম স্থানে চলে আসবে। রয়েছে মহমেডানের খেলাও। বিপক্ষে হায়দরাবাদ। লা লিগায় রয়েছে রিয়াল-অ্যাটলেটিকো বড় ম্যাচ। শুরু হচ্ছে পাকিস্তান, নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ়।

দ্বিতীয় এক দিনের ম্যাচে কোহলি খেলবেন? ভারতীয় দলের খবর

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতে এক দিনের সিরিজ়ে এগিয়ে গিয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজ়ে দ্বিতীয় ম্যাচ কাল রবিবার। প্রশ্ন, এই ম্যাচে কি খেলবেন বিরাট কোহলি? তার থেকেও বড় প্রশ্ন, তিনি খেললে কাকে বাদ দেবেন রোহিত শর্মা-গৌতম গম্ভীরেরা? ভারতীয় দলের সব খবর।

আইএসএলে ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন, যুবভারতীতে জিতলে কতটা উপরে উঠবে লাল-হলুদ?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলে আজ রয়েছে ইস্টবেঙ্গলের খেলা। ১৯ নম্বর ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। শেষ দুই ম্যাচে অপরাজিত অস্কার ব্রুজ়োর দল। ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট ইস্টবেঙ্গলের। আজ যুবভারতীতে জিতলেও ইস্টবেঙ্গল দশম স্থানেই থাকবে। চেন্নাইয়িন জিতলে ইস্টবেঙ্গলকে টপকে দশম স্থানে চলে আসবে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

আইএসএলে মহমেডানের খেলা, বিপক্ষে হায়দরাবাদ

আজ আইএসএলে রয়েছে মহমেডানেরও খেলা। অ্যাওয়ে ম্যাচে তাদের সামনে হায়দরাবাদ এফসি। দু’টি দলই ১৮টি করে ম্যাচ খেলেছে। মহমেডানের পয়েন্ট ১১, হায়দরাবাদের ১৩। আজ খেলা শুরু বিকেল ৫টায়। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

লা লিগায় বড় ম্যাচ, লড়াই রিয়াল বনাম অ্যাটলেটিকোর

স্প্যানিশ লিগে আজ বড় ম্যাচ। মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমসংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম অ্যাটলেটিকোর। তারা দ্বিতীয় স্থানে। এই ম্যাচ রাত ১:৩০ থেকে। এ ছাড়াও রয়েছে আরও তিনটি ম্যাচ। সন্ধ্যা ৬:৩০ থেকে রয়েছে সেল্টা ভিগো-রিয়াল বেটিস ম্যাচ। অ্যাথলেটিক ক্লাব-জিরোনা ম্যাচ রাত ৮:৪৫ থেকে। রাত ১১টা থেকে রয়েছে লাস পামাস-ভিয়ারিয়াল ম্যাচ।

পাকিস্তান বনাম নিউ জ়িল্যান্ড এক দিনের ম্যাচ

আজ পাকিস্তানের মাটিতে শুরু ত্রিদেশীয় সিরিজ়। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবে খেলছে পাকিস্তান, নিউ জ়িল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ড। খেলা শুরু দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়ো টিভি অ্যাপে।

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা

চলছে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া টেস্ট। আজ তৃতীয় দিনের খেলা। প্রথম টেস্টে ইনিংস ও ২৪২ রানে জিতে দুই টেস্টের সিরিজ়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। আজ খেলা শুরু সকাল ১০টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement