Today’s Sports Events

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জিততে পারবে ভারত? রয়েছে রঞ্জি, আইএসএল, আর কী কী

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ জিতেছে ভারত। কটকে দ্বিতীয় ম্যাচ জিতে কি সিরিজ় জিততে পারবেন রোহিত শর্মারা? রয়েছে রঞ্জি ট্রফি ও আইএসএলের ম্যাচও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ জিতেছে ভারত। আজ কটকে দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ জিতলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জিতবেন রোহিত শর্মারা। সেটা কি হবে? না সিরিজ়ে ফিরবে ইংল্যান্ড। রয়েছে সেই সংক্রান্ত খবর। আজ রঞ্জির কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দিন। সেই সংক্রান্ত খবর রয়েছে। আইএসএলের একটি ম্যাচও রয়েছে আজ। রাতে খেলতে নামবে বার্সেলোনা।

Advertisement

কটকে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ় জিতবে ভারত?

ইংল্যান্ডকে সহজেই প্রথম ম্যাচ হারিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচ আজ কটকে। সেই ম্যাচ জিতলেই সিরিজ় ভারতের পকেটে। ভারতকে চিন্তায় রেখেছে রোহিত শর্মার ফর্ম। এই ম্যাচে কি রোহিত রান পাবেন? না কি ভারতকে হারিয়ে সিরিজ় সমতা ফেরাবে ইংল্যান্ড। আজ দুপুর দেড়টা থেকে শুরু খেলা। টেলিভিশনে সরাসরি খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। ডিজিটাল মাধ্যমে খেলা দেখা যাবে হটস্টার অ্যাপে।

Advertisement

রঞ্জির কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দিন, ইডেনে মুম্বইয়ের ম্যাচে নজরে সূর্যকুমার

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের প্রথম দিন ব্যাট হাতে ব্যর্থ সূর্যকুমার যাদব। লাল বলের ক্রিকেটে ফিরে রান পাননি তিনি। আজ দ্বিতীয় দিনের খেলা। ইডেন গার্ডেন্সে হরিয়ানার বিরুদ্ধে খেলছে মুম্বই। দ্বিতীয় দিন তিনি কেমন খেলেন সে দিকে নজর রয়েছে। আটটি দল লড়ছে সেমিফাইনালে ওঠার দৌড়ে। ইডেনে খেলা শুরু সকাল ৯টা থেকে। বাকি তিনটি কোয়ার্টার ফাইনাল শুরু সকাল সাড়ে ৯টা থেকে। প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

আইএসএলে মোহনবাগানের সুবিধা করে দেবে বেঙ্গালুরু?

আইএসএলে গুরুত্বপূর্ণ ম্যাচ। বেঙ্গালুরুর ঘরের মাঠে তাদের মুখোমুখি জামশেদপুর। মোহনবাগান কত তাড়াতাড়ি লিগ-শিল্ড জিতবে তা নির্ভর করছে এই ম্যাচের উপর। কারণ, জামশেদপুর পয়েন্ট নষ্ট করলে আর দু’টি ম্যাচ জিতলেই মোহনবাগান ভারতসেরা হবে। আজ, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু খেলা। সরাসরি টেলিভিশনে দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। ডিজিটাল মাধ্যমে দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

লা লিগায় সেভিয়ার মুখোমুখি বার্সেলোনা

লা লিগায় ম্যাচ রয়েছে বার্সেলোনার। এখন পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকলেও লিগ জয়ের সুযোগ রয়েছে বার্সার। তবে তার জন্য সেভিয়াকে হারাতে হবে। আজ রাত দেড়টা থেকে শুরু খেলা। সরাসরি খেলা দেখা যাবে gxr.world ওয়েবসাইট ও অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement