Tokyo Olympics

Tokyo Olympics: কুস্তিই ভারতের সফলতম খেলা, নানা অলিম্পিক্স থেকে অদ্যাবধি ছ’টি পদক

ব্যক্তিগত খেলায় অলিম্পিক্সে ভারতে সবথেকে বেশি পদক কুস্তিতে। রবি কুমার সেমিফাইনালে জেতায় এখন তাঁর সোনা বা রুপোর মধ্যে যেকোনও একটি নিশ্চিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৫:৪৯
Share:

রবি কুমার সেমিফাইনালে জেতায় এখন তাঁর সোনা বা রুপোর মধ্যে যেকোনও একটি নিশ্চিত। ছবি: পিটিআই

ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ভারতীয় কুস্তি। ব্যক্তিগত খেলাগুলি ধরলে অলিম্পিক্সে ভারতে সবথেকে বেশি পদক জয়ের তালিকায় কুস্তি সবার উপরে ছিল। সেই ব্যবধান আরও বাড়িয়ে নিল তারা। রবি কুমার সেমিফাইনালে জেতায় এখন তাঁর সোনা বা রুপোর মধ্যে যেকোনও একটি নিশ্চিত। কুস্তিতে ভারতের মোট অলিম্পিক্স পদকের সংখ্যা হল ছয়।

কুস্তিতে ভারতে প্রথম পদক আসে ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে। ফ্রিস্টাইল ব্যান্টমওয়েটে ব্রোঞ্জ জেতেন কেডি যাদব। ব্রিটিশ-ভারতীয় নর্ম্যান প্রিচার্ডের পর সেটিই অলিম্পিক্সে ভারতের প্রথম ব্যক্তিগত পদক।

Advertisement

এরপর কুস্তিতে পদক আসে ৫৬ বছর পরে। ২০০৮ সালে সুশীল কুমার ৬৬ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জেতেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

পরের অলিম্পিক্সে কুস্তিতে জোড়া পদক জেতে ভারত। ২০১২ সালে লন্ডনে ফের ৬৬ কেজি বিভাগে পদক জেতেন সুশীল। সেই অলিম্পিক্সে ৬০ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জেতেন যোগেশ্বর দত্ত।

Advertisement

২০১৬ সালের রিয়ো অলিম্পিক্সে সাক্ষী মালিক মহিলাদের ৫৮ কেজি ফ্রিসটাইলে দেশকে ব্রোঞ্জ এনে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন