Hockey India

Tokyo Olympics: রানিদের হাত ধরে হকিতে উত্থান ভারতের, ধারাভাষ্য প্রায় শিকেয় তুলে নাচ, দেখুন ভিডিয়ো

হিন্দি ধারাভাষ্যকাররা প্রায় কেঁদে ফেলেছিলেন। সোমবার সকালে রানি রামপালদের জয় দেখেও একই রকম আবেগপ্রবণ হয়ে পড়েন তামিল ধারাভাষ্যকাররা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ১৩:১০
Share:

ধারাভাষ্যকারদের উচ্ছ্বাস টুইটার

টোকিয়োর মাঠে ইতিহাস গড়েছে ভারতের মহিলা হকি দল। প্রথমবার অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে তারা। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে । ম্যাচ শেষ হওয়ার পর আবেগ চেপে রাখতে পারেননি ধারাভাষ্যকাররাও। মাইক রেখে প্রায় নাচতে শুরু করেন তাঁরা।

Advertisement

সাধারণ ভাবে আবেগকে সামলে নিরপেক্ষ ভাবে খেলার বিবরণ তুলে ধরাই তাঁদের কাজ। তবে সবসময় সেটা সম্ভব হয় না। ভারতের ছেলেদের ও মেয়েদের হকি দল সেমিফাইনালে ওঠার পর আবেগ আর চাপতে পারেননি তাঁরা।

রবিবার ছেলেদের দল কোয়ার্টার ফাইনালে জেতার পরও একই দৃশ্য দেখা গিয়েছিল। হিন্দি ধারাভাষ্যকাররা আবেগে প্রায় কেঁদে ফেলেছিলেন। সোমবার সকালে রানি রামপালদের জয় দেখেও একই রকম আবেগপ্রবণ হয়ে পড়েন তামিল ধারাভাষ্যকাররা। ভারতের হকির পুনর্জন্ম দেখে ধারাভাষ্য চলাকালীনই উচ্ছ্বাস প্রকাশ করে ফেলেন তাঁরা।

Advertisement

রবিবার গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে পরাস্ত করেন মনপ্রীতরা। সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে ভারতের ছেলেরা। রানি রামপালরাও সোমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে দেন ১-০ গোলে। গুরজিত কৌরের গোলে জয় পায় ভারতের মেয়েরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন